Road Accident: ঘুমে ঢুলতে ঢুলতে গাড়ি চালাচ্ছিলে, জাতীয় সড়কে বেঘোরে প্রাণ গেল চালকের

Last Updated:

Road Accident: অসম থেকে কলকাতাগামী একটি পিকআপ গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে নিমতিতে জাতীয় সড়কের ধারে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এলাকাবাসীদের অনেকেই খেয়াল করেছিলেন, ধাক্কা মারার ঠিক আগের মুহূর্তে ঘুমে ঢুলছিলেন গাড়িচালক

প্রতিকী
প্রতিকী
আলিপুরদুয়ার: গাড়ি চালাতে চালাতে অনেক সময়ই চোখ লেগে যায় গাড়িচালকদের। রাতের দিকে এমন ঘটনা বেশি হয়। তেমন‌ই পরিস্থিতি হয়েছিল গাড়িচালক মহম্মদ আলমের। ঘুমের ঘোরে গাড়ি চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় জাতীয় সড়কে মৃত্যু হল তাঁর।
দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার নিমতি এলকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসম থেকে কলকাতাগামী একটি পিকআপ গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে নিমতিতে জাতীয় সড়কের ধারে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এলাকাবাসীদের অনেকেই খেয়াল করেছিলেন, ধাক্কা মারার ঠিক আগের মুহূর্তে ঘুমে ঢুলছিলেন গাড়িচালক। কিন্তু গাড়িটি চলন্ত অবস্থায় থাকায় কেউ গিয়ে কিছু করতে পারেননি।
advertisement
advertisement
এই ঘটনায় পিকআপ ভ্যানের চালক কলকাতার বাসিন্দা মহম্মদ আলম গুরুতর আহত হন। তাঁকে নিমতি আউট পোষ্টের পুলিশ উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। যোগাযোগ করা হচ্ছে তাঁর পরিবারের সঙ্গে।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: ঘুমে ঢুলতে ঢুলতে গাড়ি চালাচ্ছিলে, জাতীয় সড়কে বেঘোরে প্রাণ গেল চালকের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement