এ দিন পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা সামসেরগঞ্জের BMOH ডাক্তার তারিফ হোসেন ও ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম। একবার ১০২ নম্বরে ডায়াল করলেই প্রসূতিদের বাড়িতে পৌঁছে যাবে এই অ্যাম্বুল্যান্স। সোজা রোগীকে নিয়ে চলে আসবে অনুপনগর হাসপাতালে। আবার সন্তান হওয়ার পরে এই শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স পৌঁছে দেবে বাড়িতে। পাশাপাশি, কোনও প্রসূতিদের মহিলাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অন্য সরকারি হাসপাতালে পৌঁছেও দেবে এই অ্যাম্বুল্যান্স।
advertisement
আরও পড়ুন: নিম্নচাপের অবস্থান আপাতত কোথায়? সপ্তাহান্তে রাজ্যে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন
মোট পাঁচটি শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হল। এতে অক্সিজেন সহ প্রেসার পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। এবার শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স চালু হওয়ায় খুশি সামশেরগঞ্জ জুড়ে।
আরও পড়ুন: জন্মাষ্টমীর মধ্যরাতে অন্ধকারে ঢাকবে দিঘার জগন্নাথ মন্দির! কয়েক মুহূর্তের মধ্যে যা ঘটবে…
সামশেরগঞ্জর বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “যাতে কোনও গুরুতর সমস্যার সম্মুখীন হতে না হয়, বিশেষ করে প্রসূতিদের মায়েদের যদি কোনও কারণে কোনও সমস্যা চলেও আসে সেই সমস্যার সমাধানের জন্য এই পরিষেবা। এই প্রকল্পের মূল লক্ষ্য হল প্রসূতিদের মা ও নবজাতকদের জন্য নিরাপদ দ্রুত ও বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদান করা।তিনি আরও জানান অত্যাধুনিক পরিষেবাযুক্ত এই অ্যাম্বুলেন্সে রয়েছে একাধিক ব্যবস্থা। আর কিছুদিনের মধ্যেই নব নির্মিত উন্নত পরিকাঠামো বিড়ি শ্রমিকদের ১০০ বেডের হাসপাতাল উদ্বোধন হবে বলে জানান।”