হাতে তুলে ধরে রাখা মুশকিল। মানুষ ভিড় করছে অচেনা এই মাছটি দেখতে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ার ঘটনা। এদিন সকালে আমবেড়িয়ার স্থানীয় চাষি তারা পদ মন্ডল জমিতে ধান কাটতে গিয়ে দেখে হুলস্থ কান্ড। মাছে নষ্ট করছে ফসল। দেখে স্বভাবতই তিনি হকচকিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে মাছটিকে দেখাতেই সনাক্ত করা যায় মাছটি বিরল প্রজাতির বাঙ্গাস মাছ। তারপরে সেটিকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয়। মাছটি লম্বায় প্রায় ৬ফুট, ১ফুট চওড়া ও ওজন ৫ কিলো ৬০০ গ্রাম।
advertisement
আরও পড়ুন: সে কী! একদমই সত্যি কথা… এই আজব নেশাই এখন বিশ্বের সবথেকে জনপ্রিয় নেশার একটি
বিশালাকার মাছটিকে বাজারে নিয়ে গেলে এলাকার মানুষ আগ্রহ নয়ে মাছটিকে দেখতে যান, অনেকেই তো আবার চলতি পথে গাড়ি থামিয়ে মাছ দেখতে ভিড় জমান। এলাকার অনেকেই এ ধরনের মাছ এই অঞ্চলে প্রথম দেখেছেন বলে জানান।
আরও পড়ুন: দুটি বিয়ে করতেই হবে, নাহলেই পুরুষকে ঢুকতে হবে জেলে! ‘এই’ জায়গার এমনই সরকারি নিয়ম
কী করে মাছটি নদী ছেড়ে চাষের জমিতে চলে এল তা বুঝতে পারছেন না এলাকার মানুষজন। তবে প্রাথমিক ধারণা, খাবারের সন্ধানেই এই মাছ নদী ছেড়ে উপরে উঠে এসেছে।
—– জুলফিকার মোল্যা