TRENDING:

Big Fish: সর্বনাশ! কলকাতার কাছেই এ কী মিলল চাষের জমিতে! পরিচয় জানলে ভয়ে শিউরে উঠবেন

Last Updated:

Big Fish: কুঁচে সদৃশ বিশালাকৃতির এ মাছটির শরীর বেশ তেলতেলে। মাছটি বেশ শক্তিশালীও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: সুন্দরবনের চাষের জমিতে মিলল বিরল প্রজাতি মাছ, দেখতে ভিড় করছেন মানুষ। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মাছের বাজারে দেখা মিললো বিরল প্রজাতির একটি মাছ। সাড়ে পাঁচ কেজি ওজনের অচেনা মাছটি ঘিরে উৎসুক মানুষের জটলা। কুঁচে সদৃশ বিশালাকৃতির এ মাছটির শরীর বেশ তেলতেলে। মাছটি বেশ শক্তিশালীও।
advertisement

হাতে তুলে ধরে রাখা মুশকিল। মানুষ ভিড় করছে অচেনা এই মাছটি দেখতে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ার ঘটনা। এদিন সকালে আমবেড়িয়ার স্থানীয় চাষি তারা পদ মন্ডল জমিতে ধান কাটতে গিয়ে দেখে হুলস্থ কান্ড। মাছে নষ্ট করছে ফসল। দেখে স্বভাবতই তিনি হকচকিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে মাছটিকে দেখাতেই সনাক্ত করা যায় মাছটি বিরল প্রজাতির বাঙ্গাস মাছ। তারপরে সেটিকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয়। মাছটি লম্বায় প্রায় ৬ফুট, ১ফুট চওড়া ও ওজন ৫ কিলো ৬০০ গ্রাম।

advertisement

আরও পড়ুন: সে কী! একদমই সত্যি কথা… এই আজব নেশাই এখন বিশ্বের সবথেকে জনপ্রিয় নেশার একটি

View More

বিশালাকার মাছটিকে বাজারে নিয়ে গেলে এলাকার মানুষ আগ্রহ নয়ে মাছটিকে দেখতে যান, অনেকেই তো আবার চলতি পথে গাড়ি থামিয়ে মাছ দেখতে ভিড় জমান। এলাকার অনেকেই এ ধরনের মাছ এই অঞ্চলে প্রথম দেখেছেন বলে জানান।

advertisement

আরও পড়ুন: দুটি বিয়ে করতেই হবে, নাহলেই পুরুষকে ঢুকতে হবে জেলে! ‘এই’ জায়গার এমনই সরকারি নিয়ম

কী করে মাছটি নদী ছেড়ে চাষের জমিতে চলে এল তা বুঝতে পারছেন না এলাকার মানুষজন। তবে প্রাথমিক ধারণা, খাবারের সন্ধানেই এই মাছ নদী ছেড়ে উপরে উঠে এসেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

—– জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Big Fish: সর্বনাশ! কলকাতার কাছেই এ কী মিলল চাষের জমিতে! পরিচয় জানলে ভয়ে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল