এর আগে সিউড়ি পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রণব কর। তবে কয়েকদিন আগেই তিনি শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দেন। সমস্যার কথা উল্লেখ করেই সিউড়ি সদর মহকুমা শাসক অনিন্দ্য সরকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন। তার পাশাপাশি ছাড়েন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদও । ৪ অগাস্ট সিউড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে প্রণব করের পুরপ্রধান হিসাবে পদত্যাগপত্র গৃহীত হয়। তবে গৃহীত হয়নি তাঁর কাউন্সিলর পদ থেকে পদত্যাগের পত্র। বৃহস্পতিবার বিকালে তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে , ওই কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সিউড়ি পুরসভার নতুন পুরপ্রধান হবেন সিউড়ি ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়।
advertisement
আরও পড়ুনঃ মা, মা…! চোখের নিমেষে ছিটকে পড়ল ৩ বছরের মেয়ে, মায়ের সামনেই ছিন্নভিন্ন শিশু
তৃণমূলের বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান , ” সিউড়ি ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সিউড়ি পুরসভার পুরপ্রধান করা হচ্ছে। ” উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন , “কোর কমিটির সিদ্ধান্তে সিউড়ি পুরসভার আগামী পুরপ্রধান পদে আমার নাম ঘোষণা হয়েছে। আমার ভালই লাগছে। আগেও আমি সিউড়ি পুরসভার পুরপ্রধান ছিলাম। এবার আমি চেষ্টা করব সিউড়ি শহরে জলের সমস্যা ছাড়া অন্য যে যে সমস্যা আছে সেগুলো ধীরে ধীরে সেই সমস্যার সমাধান করার। হয়তো একদিনেই সব সমস্যা মিটে যাবে তা না, তবে চেষ্টা করব এবার সিউড়ি শহরটাকে গোছাতে।” আগামী ১৪ অগাস্ট চেয়ারম্যান হিসাবে নিযুক্ত কথা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের।