ভয়ে আর সেই বাড়িতে থাকতেই পারেনি তিনি। ওঝার কথা মত তুলশি থানে একটি পতাকা লাগিয়ে বাড়িতে তালা দিয়ে চলে যান তিনি। সেই থেকে আজও আর বাড়ি ফেরেনি বাসন্তী দেবী। এক আত্মীয়ের বাড়িতে রয়েছে তার ছেলে মেয়ে।
advertisement
ভূতের হানা পুরুলিয়ায়
এ বিষয়ে এলাকার মানুষজন বলেন , শংকর শবর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তারপর তার পেটের সমস্যা দেখা দেয়। চিকিৎসা চলতে চলতেই তিনি মারা যান। তারপর থেকেই তাদের পরিবারের সদস্যরা ভূতের আতঙ্কে ভুগছেন। যদিও এলাকার মানুষজন কেউ ভূত দেখতে পায়নি। কিন্তু পরিবারের সদস্যদের দাবি, তারা ভূত দেখেছেন।
আর সেই আতঙ্ক থেকেই বাসন্তি শবর এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডক্টর নয়ন মুখার্জী বলেন , এটা সম্পূর্ণই অপপ্রচার হচ্ছে। ভূতের কোনও অস্তিত্ব নেই। মানুষ এইসবের উপর বিশ্বাস করে কুসংস্কারে আবদ্ধ হয়ে পড়ছেন। আর তারই সুযোগ নিচ্ছে এই সমস্ত ওঝারা। খুব শীঘ্রই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে জেলা বিজ্ঞান মঞ্চ।
বারবার ভূতের আতঙ্ক ছড়াচ্ছে পুরুলিয়াতে। বিগত বেশ কিছুদিন আগে বেগুনকোদর এর মতই ভূতের আতঙ্কে শোরগোল পড়ে গিয়েছিল পুরুলিয়ার হুড়া ব্লকের জঙ্গলে ঘেরা অর্জুন জোড়া গ্রামে। সেই রেশ কাটতে না কাটতেই পুনরায় ভূতের আতঙ্ক পুরুলিয়ার বলরামপুরে। এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিতে তৎপর হচ্ছে বিজ্ঞান মঞ্চ।
Sharmistha Banerjee