ভগবানপুর নুনহন্ড সাথী ক্লাবের এই বিশালাকৃতির প্রতিমা দেখতে ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন। পুজো উদ্যোক্তাদের মতে, এবারের ৫১ ফুট কালী প্রতিমা ও অভিনব মণ্ডপসজ্জা জেলাবাসীর নজর কাড়বেই। হাতে আর মাত্র কয়েকদিন। প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। শিল্পীরা দিনরাত এক করে খড়, মাটি-সহ বিভিন্ন উপকরণ দিয়ে মা কালীর এই মহাকায় রূপ গড়ে তুলছেন। শিল্পীর তুলি ও রঙের ছোঁয়ায় ফুটে উঠছে দেবীর অলৌকিক রূপ।
advertisement
আরও পড়ুন : ঝুঁকে ঝাঁটা দেওয়ার দিন এবার অতীত, বাজার কাঁপাচ্ছে নতুন মডেল! ধনতেরসের দিনেই নিয়ে আসুন ঘরে
মণ্ডপ সজ্জাতেও থাকছে অভিনবত্ব। শিল্পীর সৃজনশীলতায় মণ্ডপে ফুটে উঠছে ভিন্নধর্মী থিম ও কারুকার্য, যা এই পুজোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পুজোর রাতে পূর্ব মেদিনীপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে প্রচুর দর্শনার্থী ভিড় জমাবেন বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন থেকেই মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এলাকাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। পুজোর ক’টা দিন প্রতিমা দর্শনের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। ক্লাব কর্তৃপক্ষের আশা, প্রতি বছরের মতো এবছরও প্রচুর মানুষের সমাগমে মুখরিত হবে ভগবানপুর নুনহন্ড সাথী ক্লাব। ৫১ ফুটের কালী প্রতিমা যে এবছরও পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।