সারাদিন এলাকায় ঘুরে ঘুরে রেকি করার পর রাতের অন্ধকারে গৃহস্থের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে তা বিক্রি করা হত মোটা টাকার বিনিময়ে। পরবর্তীতে আবার সেই সিলিন্ডার মোটা টাকার বিনিময়ে ভাড়া খাটানো হত বিয়ে বাড়ি থেকে বিভিন্ন খাবারের দোকানে। এই ঘটনায় ভাতার থানার পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে দুজনকে। উদ্ধার হয়েছে ৪৭টি গ্যাস সিলিন্ডার। জানা গিয়েছে ধৃতদের নাম ভাগু শাহ ও মঙ্গল মুন্সী।
advertisement
আরও পড়ুন : ‘ধানের গোলা’ বর্ধমান থেকে হারিয়ে যাচ্ছে ‘বর’, বদলে রাজ করছে রাবারের ফিতে! বিক্রেতাদের ঘরে পৌষমাস
ভাতার থানার পুলিশের কাছে বেশ কয়েকদিন গৃহস্থের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি যাওয়ার অভিযোগ আসছিল। অভিযোগের পরিপেক্ষিতে ভাতার থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে ভাগু শাহকে গ্রেফতার করে।ভাগু শাহকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শুধু সে নয়, রীতিমতো গ্যাসের সিলিন্ডার চুরির চক্র গড়ে উঠেছিল এলাকায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভাগু শাহ ও তাঁর টিমের কাজ ছিল দিনের বেলায় ভ্যান নিয়ে ঘুরে ঘুরে রেকি করা। তারপরই রাতের অন্ধকারে সিলিণ্ডার চুরি করে মোটা টাকায় বিক্রি করে দেওয়া। পরে ভাগু-কে জিজ্ঞাসাবাদ করে ভাতারের বলগোনা এলাকার বাসিন্দা মঙ্গল মুন্সীর নাম পায় পুলিশ। এরপরই বলগোনায় মঙ্গল মুন্সীর বাড়িতে ও দোকানে অভিযান চালিয়ে ৪৭ টি চোরাই গ্যাস সিলিণ্ডার বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তের স্বার্থে ও চক্রের আরও অনান্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভাতার থানার পুলিশ।






