TRENDING:

এ যেন ঠিক 'মিনি ভারত', এক জায়গায় গোটা দেশের লোকসংস্কৃতির মিলন মেলা! পুরুলিয়ায় এখন অন্য উৎসব

Last Updated:

Bharat Mela : ভারতের বিভিন্ন প্রান্তের লোকসংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরতে বাংলার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এক অনন্য উৎসব 'ভারত মেলা।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: রুখা সুখা জেলা বলেই পরিচিত পুরুলিয়া। তবে এই জেলার শিল্পসত্ত্বা রাজ্যের বিশেষ পরিচিতি তৈরি করেছে। ভারতের বিভিন্ন প্রান্তের লোকসংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরতে বাংলার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এক অনন্য উৎসব ‘ভারত মেলা।’ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মানবাজারের খড়িদুয়ারা-কুমারীগ্রামে অবস্থিত ‘সৃজন ভূমি’-তে আয়োজিত এই সৃজন উৎসব আজ দেশের বহুবর্ণ সংস্কৃতির এক প্রাণবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
advertisement

এই উৎসবে ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, গান, নাট্য ও ঐতিহ্যবাহী শিল্পকলার এক অসাধারণ সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে। শুধু সাংস্কৃতিক বিনিময়ই নয়, এই উৎসবের অন্যতম আকর্ষণ হল হস্তশিল্প, শিল্পকর্ম ও গ্রামীণ সৃষ্টিশীলতার প্রদর্শনীও। যা দেশের মাটির ঘ্রাণকে আরও নিবিড়ভাবে তুলে ধরে।

আরও পড়ুন : ড্রোন টেকনোলজি নিয়ে বিশাল কর্মযজ্ঞ, হাতেকলমে শিক্ষা! নতুন ব্যবসা করে ‘রাজা’ হওয়ার পথ দেখাচ্ছে কলেজ

advertisement

এই বছর উৎসবটি পদার্পণ করল ৩১তম বর্ষে। তিন দশকের বেশি সময় ধরে এই সৃজন উৎসব হয়ে উঠেছে ভারতের বহুবর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। যেখানে মিশে যায় দেশজ সুর, নৃত্যের ছন্দ, ও শিল্পকলার সৃজনশীল আবেগ, যা ভারতের ঐক্য ও বৈচিত্র্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়া এখন 'মিনি ভারত', এক ছাতার তলায় গোটা দেশের লোকসংস্কৃতির মিলনমেলা
আরও দেখুন

সৃজন উৎসব কমিটির উদ্যোক্তা মৃত্যুঞ্জয় মাহাতো জানান, “ভারতের বিভিন্ন প্রান্তের লোকসংস্কৃতিকে একই মঞ্চে তুলে ধরার স্বপ্ন থেকেই প্রায় তিন দশক আগে এই মেলার সূচনা। ছোট পরিসরে শুরু হলেও আজ তা এক বৃহৎ জাতীয় উৎসবে পরিণত হয়েছে। যেখানে দেশের নানা প্রান্ত থেকে এক লক্ষেরও বেশি মানুষের সমাগম ঘটে।” ‘ভারত মেলা’ তাই শুধু একটি উৎসব নয়, এটি ভারতের বহুরূপী সংস্কৃতি, সৃজনশীলতা ও ঐক্যের এক জীবন্ত উদযাপন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ যেন ঠিক 'মিনি ভারত', এক জায়গায় গোটা দেশের লোকসংস্কৃতির মিলন মেলা! পুরুলিয়ায় এখন অন্য উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল