TRENDING:

Bhangar: বাড়ি ঘিরে ধরে গুলি, খাটের নীচে লুকিয়ে প্রাণ রক্ষা! আতঙ্কে কেঁদে ফেললেন ভাঙড়ের তৃণমূল নেতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কল্যাণ মণ্ডল, ভাঙড়: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়৷ এবার গভীর রাতে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ধরে পর পর গুলি চালানোর অভিযোগ উঠল৷ খাটের নীচে লুকিয়ে কোনওক্রমে প্রাণ বাঁচালেন তৃণমূল নেতা ফজলে করিম৷ দলেই নিজের বিরোধী শিবিরের নেতা কাইজার আহমেদের বিরুদ্ধেই তাঁকে প্রাণে মারার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ওই তৃণমূল নেতা৷
আক্রান্ত তৃণমূল নেতা ফজলে করিম৷
আক্রান্ত তৃণমূল নেতা ফজলে করিম৷
advertisement

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আতঙ্কে কেঁদেও ফেলেন আক্রান্ত নেতা ফজলে করিম৷ কাঁদতে কাঁদতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছেন তিনি৷

আরও পড়ুন: কাল ছিলেন বিজেপির সভায়, আজ তৃণমূল নেতৃত্বের পাশে, বীরভূমের সমরকে ঘিরে রহস্য

মঙ্গলবার গভীর রাতে গুলি চালানোর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় ভাঙড়ের বড়ালি গ্রামে৷ অভিযোগ, তৃণমূল নেতা ফজলে করিমের বাড়ি ঘিরে ধরে করে চালাতে শুরু করে একদল দুষ্কৃতী৷ অন্তত ১২ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ৷ সেই সময় ঘরের ভিতরেই ছিলেন ফজলে করিম৷ প্রাণ বাঁচাতে খাটের নীচে আশ্রয় নেন তিনি৷ অন্তত ১২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ৷

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ৷ যদিও কোনও দুষ্কৃতী ধরা পড়েনি৷ রাতভর পুলিশি পাহারায় থাকেন তৃণমূল নেতা৷ দেখা যায়, বাড়ির দরজা, জানলা তো বটেই, এমন কি, খাটের গায়েও রয়েছে গুলির চিহ্ন৷ সকালেও এলাকায় বোমা পড়ে থাকতে দেখা যায়৷

আরও পড়ুন: 'তৃণমূলের জন্যই ঠাকুরবাড়ির অনেকের প্রাণহানি হয়েছে', শান্তনুর মন্তব্যে বিতর্কের ঝড়

advertisement

সকালেও ঘটনার বর্ণনা দিতে গিয়ে আতঙ্কে রীতিমতো কাঁপছিলেন ফজলে করিম৷ তাঁর অভিযোগের তির ভাঙড়েরই আর এক দাপুটে তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে৷ ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন আক্রান্ত তৃণমূল নেতা৷ ফজলে করিম বলেন, 'কয়েকদিন আগে একটা অডিও টেপ ভাইরাল হয়েছিল৷ সেখানে শোনা গিয়েছিল কাইজার আহমেদ এক কোটি টাকার বিনিময়ে ভাঙড় থেকে আইএসএফ-এর প্রার্থী হওয়ার চেষ্টা করছেন৷ আমি এই বিষয় নিয়ে সরব হয়েছিলাম৷ কেন কাইজার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, সেই প্রশ্ন তুলেছিলাম৷ তার পর থেকেই ও আমাকে প্রাণে মারার চেষ্টা করছে৷ আমি নিজের স্ত্রী- ছেলেকে নিয়ে থাকি৷ এর আগেও আমার বাড়িতে হামলা হয়েছে, গতকাল খাটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছি৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এর বিচার চাইছি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কয়েক দিন আগেই ভাঙড়ের এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধার করেছিল পুলিশ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আর এক তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল৷ যদিও এই ঘটনায় কাইজার আহমেদের প্রতিক্রিয়া মেলেনি৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhangar: বাড়ি ঘিরে ধরে গুলি, খাটের নীচে লুকিয়ে প্রাণ রক্ষা! আতঙ্কে কেঁদে ফেললেন ভাঙড়ের তৃণমূল নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল