যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমার ব্যাগগুলি পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করেছেন। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে।
এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হতেই ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য রানিনগরে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার গোধনপাড়া সমেসপাড়া এলাকায় তল্লাশি চালাই রানিনগর থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গলের ভেতর থেকে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে রানিনগর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
কোনও রকম অপ্রীতিকর ঘটনায় এড়াতে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য। মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হতেই ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে ফিরে চাঞ্চল্য এলাকায়। কে বা কারা কি কারনে বোমা মজুদ করে রেখেছে ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।
আরও পড়ুন: আমজনতার জন্য বিরাট সিদ্ধান্ত কলকাতা পুরসভার, পুজোর আগেই বন্ড আসছে বাজারে!
এদিকে, চোপড়ার ঘটনায় ১৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর পুলিশের অভিযান চলেছে। এলাকায় দোকানপাট সমস্ত কিছু খোলা রয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।