সাধারণত জানা যায় ভাগীরথী নদীর জল স্তরের বিপদসীমা ৮.৪৪ মিটার তার ওপর দিয়ে জল বয়ে চললেই সেটি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলা যায়।। এদিন সকালে ভাগীরথী নদীর জল স্তর থাকে ৮.৬৬ মিটার অর্থাৎ বিপদ সীমার অনেকটাই উপরে দিয়ে বইছে ভাগীরথী নদীর জল।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
আর সেই কারণেই বিশেষ করে নদী তীরবর্তী এলাকার নিচু জায়গা গুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সর্বোচ্চ বিপদ সীমা হল ৯.০৬ মিটার। তার ওপর দিয়ে জল গেলেই বন্যা অবশ্যম্ভাবী! বিশেষ করে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি এবং তিস্তার নদীর জল ফুলেফেঁপে উঠাতে দক্ষিণবঙ্গেও উৎকণ্ঠা বেড়েছে বন্যার।
যদিও ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্কতা বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মজুদ রয়েছে একাধিক ত্রাণ শিবির গুলিও। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও রয়েছে তৎপর যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য। তার জন্য নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে প্রতিমুহূর্তে, এদিন সন্ধ্যাতেও জেলা প্রশাসন নিজে চোখে দেখে গেলেন গোটা বিষয়টি।
মৈনাক দেবনাথ