মঙ্গলবার সকালে সুতির অরঙ্গাবাদে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল নাবালক। অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের সামনে গঙ্গার ঘাটে হয়েছে এই দুর্ঘটনা। ছট পুজো চলাকালীন গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে যায় ১৬ বছরের এক নাবালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই নাবালকের নাম বুবাই দত্ত। বাড়ি সুতি থানার বারুইপাড়ায় এলাকায়।
আরও পড়ুন : ছাত্রীর ওপর নৃশংস অত্যাচার, ধৃত শিক্ষককে তোলা হল আদালতে! ‘গুণধর’ দাবি করলেন, ‘নির্দোষ, কোর্টে প্রমান করব’
advertisement
ঘটনার পর স্থানীয় মানুষজন চেষ্টা করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় সুতি থানায়। স্থানীয় মানুষজন নাবালককে উদ্ধারের জন্য দীর্ঘশ্রম চেষ্টা চালিয়ে গিয়েছেন। এছাড়াও খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। এই ঘটনার জেরে পরিবার সহ গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিখোঁজ বুবাই দত্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গঙ্গায় স্নান করার সময় পিছন দিকে হঠাৎই বুক সমান জলে পড়ে যায় বুবাই দত্ত। পায়ের তলায় মাটি নরম থাকার কারণেই সঙ্গে সঙ্গে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। চোখের নিমেষেই তলিয়ে যায় বুবাই। অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধান পাওয়া যায়নি। পরে সুতি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরকে জানানো হয়েছে। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে।






