TRENDING:

হারিয়ে যাওয়া ভাদু গান! রাঢ় বাংলার ঐতিহ্যবাহী উৎসবে মাতলেন মুর্শিদাবাদের শিল্পীরা, দেখুন

Last Updated:

বাংলার জল হাওয়ায় রয়েছে সুরের স্পর্শ। প্রতিদিনের মেঠো গন্ধ ভরা সেই সব গান নিজস্ব গুণেই সম্পদ হয়ে উঠেছে বাংলার লোকসংস্কৃতির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: বাংলার জল হাওয়ায় রয়েছে সুরের স্পর্শ। প্রতিদিনের মেঠো গন্ধ ভরা সেই সব গান নিজস্ব গুণেই সম্পদ হয়ে উঠেছে বাংলার লোকসংস্কৃতির। ধর্মীয় কিংবা সামাজিক অথবা পারিবারিক যেকোনও উৎসবের কেন্দ্রে রয়েছে এই সব গান। গড়ে তুলেছে নিজস্ব সংস্কৃতি। এমনই এক সংস্কৃতি ভাদু গান। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে বাংলার লোক শিল্পীরা মাতলেন ভাদু গানে।
advertisement

মূলত ভাদু একটা পরব যা পালিত হয় বাংলা বর্ষ পঞ্জীর ভাদ্র মাসে। আর এই পরবকে ঘিরে গাওয়া গানই ভাদু গান। রাঢ়বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা ভাদু গানের জন্মভূমি। ভাদুমণি বা রাজকুমারী ভদ্রাবতীর জীবন কাহিনী বর্ণনা করা হয় এই গানে। পাশাপাশি থাকে সমাজ সচেতনতার বার্তা।

আরও পড়ুন: বাস্তবের ‘দশভুজা’! শালপাতা বোনা থেকে প্রতিমা গড়া, সংসার চালাতে যেভাবে স্বামীকে সাহায্য করেন ‘এই’ গৃহবধূ

advertisement

আষাঢ় শ্রাবণ মাসে চাষের কাজের পর ভাদ্র মাসে গ্রামের পুরুষরা বেরিয়ে পড়েন ভাদুগান নিয়ে। সংক্রান্তির দিন নদীতে বিসর্জন দেওয়া হয় ভাদু মণির মূর্তি। ভাদু গানগুলো মূলত প্রেম ও রাজনীতি বর্জিত। গানের সহজ সুরে বলা হয় নারী শক্তি ও প্রগতির কথা। গ্রামে গ্রামে ঘুরে শুধু সমাজ সচেতনতার বার্তা দেওয়াই নয়, উপার্জনের বিকল্প পথও এই গান। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মানুষ আগ্রহ হারিয়েছে এই সব লোকগীতিতে। যার প্রভাব পড়েছে বাংলার নিজস্ব সংস্কৃতিতে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

শুধু ভাদুই নয় সাংস্কৃতিক আগ্রাসনে হারিয়ে যাচ্ছে টুসু, ঝুমুর,গম্ভীরা, আলকাপ, জারি বা উত্তরবঙ্গের ভাওয়াইয়া লোকসঙ্গীত। ভাদু শিল্পীরা জানিয়েছেন, সরকার যদি তাঁদের আর্থিক এবং সামাজিকভাবে সহায়তা করে তবেই বেঁচে থাকবে এই ভাদু গান।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হারিয়ে যাওয়া ভাদু গান! রাঢ় বাংলার ঐতিহ্যবাহী উৎসবে মাতলেন মুর্শিদাবাদের শিল্পীরা, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল