আরও পড়ুন : শিল্পীর হাতের গড়নে তৈরি হয় মাটির হাতি, কাঁসা পিতলের মহল্লায় শতাব্দী প্রাচীন রীতি পালিত হয় বিশ্বকর্মা পুজোয়
পুজোর রাতে মহিলারা ভাদু গান গাইতে গাইতে দেবীর সামনে থালা ভর্তি নানা মিষ্টি নিবেদন করেন। প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর আগের রাতে ভাদু পুজো অনুষ্ঠিত হয় এবং বিশ্বকর্মা পুজোর দিন সকালে দেবী ভাদুকে বিসর্জন দেওয়া হয়। বংশ পরম্পরায় এই উৎসব একইভাবে চলে আসছে। ভাদু পুজো ঘিরে ঝালদায় উৎসবের আমেজ। এ বিষয়ে ব্রতীরা বলেন , রাজ পরিবারের কন্যা ভদ্রাবতীকে তারা দেবী রূপে পুজো করেন। বংশপরম্পরায় তারা এই পুজো করে আসছেন। গোটা রাত জেগে থেকে ভাদু গান গেয়ে থাকেন তারা। এই উৎসব তাদের ঐতিহ্য।
advertisement
পুরুলিয়ার গুরুত্বপূর্ণ লোকউৎসব এটি। প্রতিবছরই মহা ধুমধামের সঙ্গে এই উৎসব পালিত হয়ে থাকে। এই ভাদু পুজোর অপেক্ষায় থাকেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Folk Festival: মানভূমের রাজকন্যা ভদ্রাবতীর করুণ কাহিনি ভাদুগানে ছড়িয়ে পড়ে জঙ্গলমহলের আকাশে বাতাসে