Viswakarma Puja: শিল্পীর হাতের গড়নে তৈরি হয় মাটির হাতি, কাঁসা পিতলের মহল্লায় শতাব্দী প্রাচীন রীতি পালিত হয় বিশ্বকর্মা পুজোয়

Last Updated:
Viswakarma Puja:বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচড়া পঞ্চায়েতের পাথরকুচি গ্রামে বিশ্বকর্মা পুজোর বিশেষ প্রথা বহু পুরনো। এখানে দেবশিল্পীর প্রতিমা নয়, পুজো হয় মাটির তৈরি তাঁর বাহন হাতির।
1/5
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচড়া পঞ্চায়েতের পাথরকুচি গ্রামে বিশ্বকর্মা পুজোর বিশেষ প্রথা বহু পুরনো। এখানে দেবশিল্পীর প্রতিমা নয়, পুজো হয় মাটির তৈরি তাঁর বাহন হাতির।
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচড়া পঞ্চায়েতের পাথরকুচি গ্রামে বিশ্বকর্মা পুজোর বিশেষ প্রথা বহু পুরনো। এখানে দেবশিল্পীর প্রতিমা নয়, পুজো হয় মাটির তৈরি তাঁর বাহন হাতির।
advertisement
2/5
গ্রামের প্রায় ৩০টি পরিবার কাঁসা ও পিতল শিল্পের সঙ্গে যুক্ত। বছরের অন্য সময়ে ঠুং-ঠাৎ ধাতব শব্দে মুখরিত থাকে এলাকা, কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন সম্পূর্ণ শান্ত। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
গ্রামের প্রায় ৩০টি পরিবার কাঁসা ও পিতল শিল্পের সঙ্গে যুক্ত। বছরের অন্য সময়ে ঠুং-ঠাৎ ধাতব শব্দে মুখরিত থাকে এলাকা, কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন সম্পূর্ণ শান্ত।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
গ্রামবাসী শান্তি হালদার ও পারিজাত মণ্ডল জানান,
গ্রামবাসী শান্তি হালদার ও পারিজাত মণ্ডল জানান, "কবে থেকে এই রীতি শুরু হয়েছে জানি না। বাপ-ঠাকুরদার আমল থেকেই দেখছি পুজোর দিন পরিবারের একজন মাটির হাতি তৈরি করেন।"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
পুজোর সকালেই প্রতিটি কর্মকার পরিবার কাদামাটির হাতি তৈরি করে পুজো দেয়। যন্ত্রপাতি দেবতার কাছে সমর্পিত থাকায় পুরুষেরা সেদিন কোনও কাজ করেন না। একইসঙ্গে গ্রামে পালিত হয় 'অরন্ধন', ফলে গৃহিণীরাও রান্নাবান্না থেকে ছুটি পান। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
পুজোর সকালেই প্রতিটি কর্মকার পরিবার কাদামাটির হাতি তৈরি করে পুজো দেয়। যন্ত্রপাতি দেবতার কাছে সমর্পিত থাকায় পুরুষেরা সেদিন কোনও কাজ করেন না। একইসঙ্গে গ্রামে পালিত হয় 'অরন্ধন', ফলে গৃহিণীরাও রান্নাবান্না থেকে ছুটি পান।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
সারা বছরের একঘেয়ে কাজের পর বিশ্বকর্মা পুজোর দিনটি গ্রামবাসীর কাছে বিশেষ। মাটির হাতি ঘিরে উৎসবের আমেজে ভরে ওঠে পাথরকুচি, কাঁসা-পিতল শিল্পের ঐতিহ্যকেও নতুন করে মনে করিয়ে দেয় এই রীতি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সারা বছরের একঘেয়ে কাজের পর বিশ্বকর্মা পুজোর দিনটি গ্রামবাসীর কাছে বিশেষ। মাটির হাতি ঘিরে উৎসবের আমেজে ভরে ওঠে পাথরকুচি, কাঁসা-পিতল শিল্পের ঐতিহ্যকেও নতুন করে মনে করিয়ে দেয় এই রীতি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement