খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কোনও হতাহতের ঘটনা নেই। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে ঘটনার জেরে সাময়িকভাবে উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে।
আরও পড়ুন : বোলপুর ঘুরতে এসে ঘুরে দেখেন নি ‘এই’ জায়গা! কত বড় ভুলটাই না করেছেন, বৃথা আপনার বোলপুর-শান্তিনিকেতন ট্যুর
advertisement
কিন্তু চিকিৎসা পরিষেবা সেভাবে কোনও ব্যাহত হয়নি বলেই জানা গিয়েছে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর অবশেষে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরী জেনারেল হাসপাতালে প্রত্যেকদিনই কমবেশি রোগীর চাপ থাকে। ছোট ও মাঝারি ধরনের যে কোনও রোগের চিকিৎসা করতে ওই সমস্ত এলাকার মানুষদের ভরসা বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতাল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতালে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষজন। যদিও এই ঘটনার পরেও চিকিৎসা পরিষেবা এখন স্বাভাবিক রয়েছে বলেই খুশি তারা।