বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার উপ পৌরপিতা স্বরূপ সাহা মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ড. হেনা সিনহা সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা। জানা যাচ্ছে, উদ্ভাবনীর উদ্দেশ্যেই ‘আর্ন বাই লার্ন’।
আরও পড়ুনঃ কখনও হাত ধরে টানছে, কখনও লুকোচুরি খেলছে! ছোট্ট মেঘলার দুষ্টুমিতে ডুয়ার্স জুড়ে খুশির আমেজ
নিজেদের হাতে তৈরি সুন্দর সুন্দর জিনিস ও হাতে বানানো নানা রকম খাবারের পসরা সাজিয়ে ২৪টি স্টল দিয়েছেন কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা। নারী উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন সংস্থাও এখানে স্টল দিয়েছে। কেউ হাতে আঁকা ছবি, কেউ হাতে তৈরি সুন্দর গয়না, কেউ আবার ফুচকা, ঘুগনি, পাপড়ি চাটের স্টল দিয়েছেন। দুর্গাপুজোর আগে বিকিকিনিও বেশ ভাল হচ্ছে।
advertisement
ছাত্রীদের থেকে জিনিস কিনে ও ছাত্রীদের মধ্যে এই উৎসাহ দেখে অত্যন্ত খুশি সকল অধ্যাপক-অধ্যাপিকারা। পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রমের বাইরে গিয়ে নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সকল ছাত্রী যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেই বিষয়ে তাঁদের উৎসাহিত করতেই মূলত এই হস্তশিল্প প্রদর্শনী ও মেলার আয়োজন বলে জানান বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষা ড. হেনা সিনহা।