TRENDING:

Keral Accident: কেরলে ২৫ ফুট গভীর গর্তে নেমে কাজ করার সময় মাটি ধসে নিহত ৪ বাঙালি তরুণ

Last Updated:

Keral Accident: তাঁরা সকলে চলতি মাসের ৫ তারিখ কেরলের চিকুস এলাকায় রাজমিস্ত্রির যোগাড়ের কাজে গিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অশোকনগর : কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়ে মাটির ধসে (Keral accident) মৃত্যু হল ৪ বাঙালি তরুণের।শোকের ছায়া পরিবার-সহ গোটা এলাকায়। নিহতরা হলেন অশোকনগর থানা এলাকার বাসিন্দা নুর আমিন মন্ডল(১৮), নজ্জেশ আলি মন্ডল (২৮) , কুদ্দুস আলি মন্ডল (৪৬) এবং নদিয়ার হরিণঘাটা থানার পাঁচ কেওনি গ্রামের বাসিন্দা ফয়িজুল্লা মন্ডল(৩২)। তাঁরা সকলে চলতি মাসের ৫ তারিখ কেরলের চিকুস এলাকায় রাজমিস্ত্রির যোগাড়ের কাজে গিয়েছিলেন।
Representative Image
Representative Image
advertisement

পরিবার সূত্রে খবর, শুক্রবার দুপুরে খাবার খেয়ে পঁচিশ ফুট গর্তে নেমে কাজ করছিলেন ওই চার যুবক৷ তখন হঠাৎ করে উপর থেকে মাটি ধসে নীচে পড়ে৷ তাতেই চাপা পড়েন চার বাঙালি যুবক। তাঁদের দ্রুত উদ্ধার করতে গিয়ে অশোকনগরের আরও দুই যুবক জিয়ারুল মন্ডল এবং ফারুক মন্ডলও আহত হন।

আরও পড়ুন : নাকের দুপাশে চশমার ফ্রেমের দাগ? তুলে ফেলুন এই ঘরোয়া উপায়ে

advertisement

আরও পড়ুন : এই ভুলগুলি করলে উপকারী সর্ষের তেলও চুলের জন্য চরম ক্ষতিকর হয়ে উঠবে

উদ্ধার করে চার যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।পরিবারে খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। পরিবার এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার গভীর রাতে মৃতদেহ ফিরবে অশোকনগর সহ নদিয়ার শোকার্ত পরিবারের শোকার্ত পরিবারগুলি সরকারি সহযোগিতা এবং তাঁদের পাশে থাকার আবেদন জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

( প্রতিবেদন : জিয়াউল আলম)

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Keral Accident: কেরলে ২৫ ফুট গভীর গর্তে নেমে কাজ করার সময় মাটি ধসে নিহত ৪ বাঙালি তরুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল