চুলের যত্নে সর্ষের তেল লাজবাব৷ বিশেষ করে জট পড়া রুক্ষ চুলের রাশিকে নরম ও মোলায়েম করে তোলে এই তেল৷ ডিপ কন্ডিশনিং করে বলে সর্ষের তেলের নিয়মিত ব্যবহারের ফলে চুল হয়ে ওঠে উজ্জ্বল ও নরম৷ (Mustard Oil for Hair)
2/ 7
ডগাচেরা চুল ও খুসকির সমস্যাও দূর করে সর্ষের তেল৷ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য সর্ষের তেলের ফলে খুসকিও কমে যায়৷
3/ 7
এত উপকারিতা সত্ত্বেও সর্ষের তেলই চুলের জন্য চরম অপকারী হয়ে উঠতে পারে৷ ঠিকমতো ব্যবহার না করা হলে সর্ষের তেলই চুলের জন্য হিতে বিপরীত হয়ে উঠতে পারে৷
4/ 7
সর্ষের তেল ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন৷ তাহলে বুঝতে পারবেন সর্ষের তেল থেকে আপনার ত্বকে কোনও সংক্রমণ হতে পারে কিনা৷ পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে নিশ্চিত হয়ে তবেই চুলে সর্ষের তেল দিন৷
5/ 7
কোন কোন ক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করবে না, জেনে নিন৷ অয়েলি স্ক্যাল্প বা তেলতেলে মাথায় সর্ষের তেল একদমই দেবেন না৷ তাহলে ত্বকের পোরস আটকে গিয়ে চুলের হাইড্রেশন কমে যেতে পারে৷
6/ 7
অনেকেই রাতভর তেল মেখে থাকেন৷ সর্ষের তেল সারা রাত দিয়ে রাখবেন না৷ এত স্ক্যাল্প খুব চিটচিটে হয়ে পড়বে৷ শ্যাম্পু করার পরও স্ক্যাল্প ভাল পরিষ্কার হবে না৷ তাই স্নানের আধঘণ্টা আগে চুলে সর্ষের তেল মাখলেই যথেষ্ট৷
7/ 7
সর্ষের তেল সব সময় গরম করে চুলে দিন৷ গরম করলে সর্ষের তেল অনেক পাতলা ও হাল্কা হয়ে যায়৷ ফলে চুল সহজেই সর্ষের তেল শোষণ করে নেয় এবং প্রয়োজনীয় পুষ্টি লাভ করে৷