চোখ খারাপ হলে চশমা পরা ছাড়া উপায় নেই৷ চশমা এমনই অপরিহার্য যে এক বার পরতে শুরু করলে সে অভ্যাস ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না, বিশেষ করে মাইনাস পাওয়ারের ক্ষেত্রে৷(Marks from wearing glasses)
2/ 6
কিন্তু চশমা পরার একাধিক পার্শ্বপ্রতিক্রিয়াও আছে৷ অনেক দিন ধরে চশমা পরলে নাকের দুপাশে দাগ হয়ে যায়৷ ওই অংশে ত্বক রুক্ষ ও শক্ত হয়ে ওঠে৷
3/ 6
যদি মেটালিক ফ্রেম হয়, তাহলে ত্বকে সেই ধাতু সহ্য না হলে সংক্রমণ দেখা দিতে পারে৷ সেক্ষেত্রে চশমার ফ্রেম পাল্টানো ছাড়া উপায় থাকে না৷
4/ 6
চশমার ফ্রেম থেকে নাকের দু’পাশে দাগ হয়ে গেলে অ্যালোভেরা জেল মালিশ করুন৷ রাতে ঘুমনোর আগে ওই অংশে ১০ মিনিট ধরে মালিশ করুন৷ সকালে মুখ ধুয়ে নিন৷ অ্যালোভেরার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ত্বকের উপর চশমার দাগ ম্লান করে দেয়৷
5/ 6
নাকের দু’পাশে চশমার দাগের উপর লাগান শশার রস বা শশার পেস্ট৷ এই মিশ্রণও ১০ মিনিট রেখে ধুয়ে নিন৷ এর ফলে ত্বকে একটা সুদিং এফেক্ট পড়ে৷ শশার ভিটামিন কে চশমার দাগ হাল্কা করে তোলে৷
6/ 6
চশমার দাগ তোলার জন্য লেবুর রস, গোলাপজল, মধু, আমন্ড অয়েল, কমলালেবুর খোসার রস, টোম্যাটোর রস, অ্যাপল সিডার ভিনিগার ব্যহার করতে পারেন৷ এই উপকরণগুলি দিয়েও ১০ মিনিট মালিশ করে ধুয়ে ফেলতে হবে৷