এই মাড় গ্রামের মূল প্রতিষ্ঠাতা শাহ জাফর খাঁ গাজি, তিনিই প্রথম এখানে এসে বসতি শুরু করেছিলেন এমনটাই শোনা যায়।তার আগে এই গ্রাম ছিল রাজাদের গ্রাম। তিনি যখন এসে এই গ্রামে প্রথম বসতি শুরু করেন তারপরে আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে শুরু করে এই গ্রামে। আয়তনের পাশাপাশি জনসংখ্যার ভিত্তিতেও এই মাড়গ্রাম অনেটাই বড়।
advertisement
আরও পড়ুনChristmas Bow Barrack Cake: ক্রিসমাসে বো ব্যারাকে বিরাট চমক, সবথেকে পুরনো বেকারি-তে কী থাকছে?
এই মাড়গ্রাম এর অন্তর্ভুক্ত রয়েছে একটি থানা, দুটি গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, রেজিস্ট্রি অফিস, গ্যাস অফিস, ইলেকট্রিক অফিস এবং রয়েছে রাজ্যের মধ্যে বৃহত্তর বাজার। এর পাশাপাশি বিশিষ্ট বিজ্ঞানী কুদরতে খোদার জন্মস্থান এখানে। যার নামে বর্তমানে তার বাসস্থানে ডঃ মহঃ কুদরত-এ-খুদা গ্রামীন বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র নামে একটি সংস্থা চলে। দেশভাগের সময় তিনি পাকিস্তান এবং সেখান থেকে বাংলাদেশে চলে যান। এর পাশাপাশি বিখ্যাত সাহিত্যিক রেজাউল করিম সাহেবের জন্মস্থান এই মাড়গ্রাম।
বর্তমানে এই মাড়গ্রাম শিক্ষায়, দীক্ষায়, খেলাধুলায়, চেতনায়, সমৃদ্ধ একটি গ্রাম। এই গ্রামের মানুষদের মধ্যে একে ওপরের মধ্যে ভালবাসা আপনাদের মুগ্ধ করবে। তাই এবার বীরভূম যদি আসেন অবশ্যই হাতে একটি ঘন্টা সময় নিয়ে এই বৃহত্তর গ্রাম থেকে ঘুরে যেতেই পারেন।
সৌভিক রায়





