
যেদিকে দু'চোখ যায় শুধু রঙিন ফুলের হাতছানি,ঘুরে আসুন বসিরহাটের ফুলের উপত্যকায়। চারপাশে রঙিন ফুলের সমারোহে। শীতের আমেজে বসিরহাটের ঘোষবাড়ি এখন রঙিন ফুলের সম্ভারে মোড়া এক স্বপ্নিল ঠিকানা। ইনকা গাঁদার উজ্জ্বল হলুদ, বোগেনভিলিয়ার বেগুনি-গোলাপি আভা আর ডালিয়ার নানা রঙের বাহারে চারদিকে রঙের ঝিলিমিলি