Malda News: একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
বিশেষজ্ঞদের মতে, এই রংবেরঙের ফুলকপি শুধু সৌন্দর্যেই আলাদা নয়, স্বাস্থ্যগুণেও সাধারণ ফুলকপির তুলনায় অনেকটাই এগিয়ে। ফলে বাজারে এর দাম সাধারণ ফুলকপির তুলনায় প্রায় দ্বিগুণ। তাই জেলার চাষিদের এই ধরনের চাষের ক্ষেত্রে আগ্রহী করে তুলতে বিশেষ পরামর্শ দেন জেলার কৃষি বিজ্ঞানীরা।
মালদহ, জিএম মোমিন: সাধারণ সাদা ফুলকপির গণ্ডি পেরিয়ে এবার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে রংবেরঙের ফুলকপি চাষ। হলুদ, সবুজ, বেগুনি ও সাদা এই চার রঙের ফুলকপি চাষ করে নজির গড়েছে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্র। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই সবজি এখন বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে।
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বর্তমানে বিভিন্ন রঙের ফুলকপি ও ব্রকোলি পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই রংবেরঙের ফুলকপি শুধু সৌন্দর্যেই আলাদা নয়, স্বাস্থ্যগুণেও সাধারণ ফুলকপির তুলনায় অনেকটাই এগিয়ে। ফলে বাজারে এর দাম সাধারণ ফুলকপির তুলনায় প্রায় দ্বিগুণ। তাই জেলার চাষিদের এই ধরনের চাষের ক্ষেত্রে আগ্রহী করে তুলতে বিশেষ পরামর্শ দেন জেলার কৃষি বিজ্ঞানীরা।
advertisement
আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’? আয়ুর বড় ‘ক্লু’ লুকিয়ে রয়েছে নখেই! নিজে দেখেই বুঝতে পারবেন কীভাবে? জানুন
advertisement
এই অভিনব চাষপদ্ধতি সম্পর্কে কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডঃ দুষ্যন্ত কুমার রাঘব জানান, “রংবেরঙের ফুলকপি চাষের ক্ষেত্রে আলাদা কোনও জটিল পদ্ধতির প্রয়োজন নেই। সাধারণ সাদা ফুলকপির মতই পরিচর্যা করলেই ভাল ফলন পাওয়া যায়। অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই চাষের উপযুক্ত সময়।”
advertisement
তিনি আরও জানান, “সাধারণ সাদা ফুলকপির তুলনায় এই রঙিন ফুলকপিগুলি অধিক পুষ্টিকর ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বেগুনি ফুলকপিতে থাকা অ্যান্থোসায়ানিন ক্যানসার কোষ ধ্বংসে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। অন্যদিকে, কমলা বা হলুদ রঙের ফুলকপিতে থাকা বিটা-ক্যারোটিন ভিটামিন এ-এর উৎকৃষ্ট উৎস, যা চোখের স্বাস্থ্য, ত্বক ও হৃদযন্ত্র ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সব ধরনের রংবেরঙের ফুলকপিতেই প্রচুর ফাইবার থাকায় হজমশক্তি উন্নত হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।”
advertisement
আরও পড়ুন: SIR আবহে মাধ্যমিক নিয়ে সংশয়? কারা নেবেন পরীক্ষা? ‘পর্ষদের কোনও চিঠি পাইনি’! সাফ জানাল কমিশন
কৃষি বিশেষজ্ঞদের মতে, কম খরচে বেশি লাভের অন্যতম উপায় হচ্ছে এই রঙিন ফুলকপি চাষ। বাজারে এর চাহিদা ও উচ্চমূল্যের কারণে এই চাষ চাষিদের কৃষি ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হতে সহায়ক হবে বলে অভিমত অনেকের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 9:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা









