SIR আবহে মাধ্যমিক নিয়ে সংশয়? কারা নেবেন পরীক্ষা? ‘পর্ষদের কোনও চিঠি পাইনি’! সাফ জানাল কমিশন
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর শুনানির প্রক্রিয়া৷ তার মধ্যেই আগামী সোমবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা
কলকাতা: চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর শুনানির প্রক্রিয়া৷ তার মধ্যেই আগামী সোমবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা৷ ‘SIR-এর কাজে নিযুক্ত শিক্ষক, আধিকারিকরা, পরীক্ষা নেবেন কারা?’ শিক্ষক-শিক্ষিকাদের ফেরত চেয়ে প্রশাসন-কমিশনকে পর্ষদ চিঠি পাঠিয়েছে৷ এ বিষয়ে পর্ষদের কোনও চিঠি কমিশন পায়নি বলেই জানাল কমিশন৷
শুক্রবার সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ‘‘মাধ্যমিক পর্ষদের কোন চিঠি পাইনি৷’’ সাফ জানিয়ে দিলেন তিনি৷ অনেক শিক্ষক-শিক্ষিকারা বিএল ও হিসাবে কাজ করছেন৷ ফলে মাধ্যমিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সমস্যা হতে পারে৷ তাই নিয়ে পর্ষদ এবং কমিশনের মধ্যে সৃষ্টি হয়েছে সংঘাতের আবহ৷
আরও পড়ুন: সোমবার মাধ্যমিক শুরু, এবছর বাড়ল পরীক্ষার্থীর সংখ্যা! নির্বিঘ্নে পরীক্ষা করতে আরও কড়া বোর্ড
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক বোর্ড৷ বৈঠকে বোর্ডের পক্ষ থেকে এসআইআর সংক্রান্ত বিষয়ে জানান হয়, ‘‘২৭৭৮৩ জন এর সার্টিফিকেট ভেরিফাই করে পাঠিয়ে দিয়েছি SIR-এর জন্য৷ ২৬৮৩ জন শিক্ষক আমাদের প্রতিদিন লাগে। সেইরকম কোনও শিক্ষক SIR-এ থাকলে তাঁকে ছাড়তে হবে। আমরা সেটা জানিয়েছি। পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্ন করা উচিত নয়। কোনও স্কুলকে শুনানি কেন্দ্র করা হয়নি বলেই আমাদের কাছে খবর আছে। আমরা নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছি তার কোনও উত্তর পাইনি।
advertisement
ওই বৈঠকে মাধ্যমিকের এবারের নিয়ম সম্পর্কেও বিশদে জানিয়েছে বোর্ড৷ এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷
advertisement
পরীক্ষার নিয়ম সংক্রান্ত বিষয়ও বিশদে জানিয়ে দিল বোর্ড৷ ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। ২ টো পর্যন্ত চলবে। ২ তারিখ থেকে শুরু হবে। ১২ তারিখ পর্যন্ত চলবে। ২৬৮২ টি স্কুলে পরীক্ষা হবে৷ একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দেয়নি। ৯৫৪ টি স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দেয়নি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 8:27 PM IST










