আরও পড়ুন: অটোর ডানদিকে বসে ছিলেন শিক্ষিকা, বাঁক নিতেই… ভাইরাল দুর্ঘটনার মুহূর্তের দৃশ্য
মহেশতলায় পানীয় জলের কল থেকে নোংরা জল বেরিয়ে আসার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহেশতলা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের শ্যামপুর শেখ পাড়া সহ ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ এসেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর ধরে এই সমস্যা চলছে। বাধ্য হয়ে টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে পানীয় জল। ইদানিং এতটাই নোংরা জল আসছে, যে সেই জল কোনমতেই ব্যবহার করা যাচ্ছে না। এ নিয়ে মহেশতলার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা জানান, সকলেই জানে জলপ্রকল্পের কাজ চলছে। তাতেই পাইপ লাইনের কাজ হয়েছে। তাই কিছু সমস্যা হয়েছে, কয়েকদিন নোংরা জল বেরিয়েছে। দু-তিন দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জলপ্রকল্পের জল সরবরাহ শুরু হলে আর সমস্যা হবে না বলে মনে করছেন তিনি। আগে জলপ্রকল্প থেকে আসত না, সেক্ষেত্রে সমস্যা কিছুটা ছিল। তবে এবার জলপ্রকল্পের জল ছাড়া হয়েছে। ফলে পাইপের মধ্যে থাকা কিছু অপ্রোয়জনীয় পদার্থ বের হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। এখন দেখার সত্যি কবে এই সমস্যার সমাধান হয়।
নবাব মল্লিক