আরও পড়ুন: ফিনিক্স পাখির মত নতুন রূপে ফিরেছে টিনের ট্রাঙ্ক, বাড়ছে বিক্রি
গাড়িতে আগুন লেগেছে বুঝতে পেরেও দায়িত্বশীল ভূমিকা পালন করেন চালক। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে না বেরিয়ে সেটিকে হাটের কাছ থেকে রাস্তার পাশের একটি মাঠে নামিয়ে দেন। খবর দেওয়া হয় জয়নগর-মজিলপুর দমকল কেন্দ্র ও বকুলতলা থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। দমকলের একটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসনে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে খড় বোঝাই গাড়িকে দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় মানুষজন ছুটে আসেন। তাঁরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, নতুনহাট মোড়ের মেন রাস্তার উপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শে কোনওভাবে চলে এসেছিল এই খড়ের গাড়িটি। এদিকে স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় খড় এবং পাটের এমন ওভারলোডিং লরি নিয়মিত যেতে দেখতে পাওয়া যায়। পুলিশ একটু তৎপর থাকলে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে এড়ানো যাবে বলে তাঁরা জানান।
সুমন সাহা





