আরও পড়ুন: মহেশতলায় পানীয় জলের কল থেকে এসব কী বেরোচ্ছে! দেখুন সেই ভিডিও
দুর্গাপুরের পড়ুয়াদের কাছে উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে যা অন্যতম ভরসার নাম দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়। তবে এখানে শুধু পুঁথিগত পড়াশোনা নয়, হস্তশিল্প সহ নানান বিষয়ে ক্লাস করানো হয়। প্রত্যেকটি পড়ুয়ার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা ফুটে ওঠে, তার ব্যবস্থাও রয়েছে এখানে। আর পড়ুয়াদের মধ্যে লুকিয়ে থাকা সেই শিল্পীসত্বা, সেই সৃজনশীলতা যাতে সবার মাঝে তুলে আনা যায়, তার জন্যই অভিনবভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল।
advertisement
বসন্ত উৎসবের থিম হিসেবে দুর্গাপুরের এই কলেজে বেছে নেওয়া হয়েছিল শান্তিনিকেতনকে। শান্তিনিকেতনের খোলা আকাশের মাঝে যেভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হয়, হুবহু তেমনি আয়োজন ছিল এখানে। শান্তিনিকেতনের বসন্ত উৎসব কার্যত তুলে আনা হয়েছিল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে। এই বসন্ত উৎসবে রঙের খেলার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে থাকা প্রতিভা দর্শানোর প্রয়াস ছিল কলেজ কর্তৃপক্ষের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কয়েকদিন আগেই দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আলপনা প্রতিযোগিতা এবং স্ট্রিট আর্টের আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয়েছিল বসন্ত মেলার। যেখানে রঙের খেলা, আনন্দ উৎসবের পাশাপাশি ছিল নানান হস্তশিল্পের প্রদর্শনী। যেগুলি তৈরি হয়েছিল কলেজের পড়ুয়াদের হাতেই। কলেজের বিভিন্ন পড়ুয়াদের হাতে তৈরি খাবার নিয়ে তৈরি হয়েছিল স্টল। আর এবার নাচ, গান, আবৃত্তির মত সাংস্কৃতিক বিষয়গুলি তুলে ধরা হয়েছে এই উৎসবের মধ্যে দিয়ে।
নয়ন ঘোষ