Bengali Video: মহেশতলায় পানীয় জলের কল থেকে এসব কী বেরোচ্ছে! দেখুন সেই ভিডিও

Last Updated:

পানীয় জলের কল থেকে নোংরা জল বেরিয়ে আসার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

+
নোংরা

নোংরা জল

দক্ষিণ ২৪ পরগনা: টাইম কল থেকে বেরিয়ে আসছে নোংরা জল! বাধ্য হয়ে পান করার অনুপযুক্ত সেই জলই খাচ্ছেন কেউ কেউ। তবে অনেকেই গ্যাঁটের কড়ি খরচ করে বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন। এমনই ভয়াবহ দৃশ্য দেখা গেল দক্ষিণ শহরতলীর মহেশতলায়।
মহেশতলায় পানীয় জলের কল থেকে নোংরা জল বেরিয়ে আসার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহেশতলা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের শ্যামপুর শেখ পাড়া সহ ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ এসেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর ধরে এই সমস্যা চলছে। বাধ্য হয়ে টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে পানীয় জল। ইদানিং এতটাই নোংরা জল আসছে, যে সেই জল কোনমতেই ব্যবহার করা যাচ্ছে না। এ নিয়ে মহেশতলার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা জানান, সকলেই জানে জলপ্রকল্পের কাজ চলছে। তাতেই পাইপ লাইনের কাজ হয়েছে। তাই কিছু সমস্যা হয়েছে, কয়েকদিন নোংরা জল বেরিয়েছে। দু-তিন দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জলপ্রকল্পের জল সরবরাহ শুরু হলে আর সমস্যা হবে না বলে মনে করছেন তিনি। আগে জলপ্রকল্প থেকে আসত না, সেক্ষেত্রে সমস্যা কিছুটা ছিল। তবে এবার জলপ্রকল্পের জল ছাড়া হয়েছে। ফলে পাইপের মধ্যে থাকা কিছু অপ্রোয়জনীয় পদার্থ বের হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। এখন দেখার সত্যি কবে এই সমস্যার সমাধান হয়।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Video: মহেশতলায় পানীয় জলের কল থেকে এসব কী বেরোচ্ছে! দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement