আরও পড়ুন: বাড়ি থেকে বেরোলেই দরজায় হাজির মৃত্যুদূত! নিস্তার পেতে গ্রামের মানুষ যা করল….
গোটা বিষয়টাই যেন এক সিনেমার দৃশ্য। ঘটিনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা’র বসিরহাট শহরের ত্রিমোহনীর কাছে টাকি রোডের উপর। একটি মোটর ভ্যান এক্সেল ভেঙে মাঝা রাস্তায় উল্টে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে যানজট তৈরি হয় ওই ব্যস্ত রাস্তায়। সেই সময় পিঠে ব্যাগ নিয়ে সাইকেলে করে বসিরহাটের একটি বইমেলায় যাচ্ছিলেন কলেজ পড়ুয়া জয়দীপ মণ্ডল। চোখের সামনে যানযট দেখে নিজেই নেমে পড়লেন তা সামলাতে। ব্যস্ত রাস্তায় হাত নেড়ে সাবলীলভাবে দক্ষ ট্রাফিকের মত যানযট নিয়ন্ত্রণে আনলেন তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জানা যায়, খোলাপোতার বাসিন্দা ওই ছাত্র বসিরহাট কলেজের প্রথম বর্ষে পাঠরত। তবে শুধুমাত্র যানযট নিয়ন্ত্রণ নয়, দুর্ঘটনাগ্রস্থ মালবোঝাই ইঞ্জিনভ্যান থেকে সব সামগ্রী নামিয়ে ভ্যানটিকে রাস্তা থেকে সরানোর দায়িত্বও পালন করেন। কলেজ পড়ুয়াকে এই ভূমিকায় দেখে অবশ্য পথ চলতে আরও কয়েকজন সাহায্যের হাত বাড়িয়ে দেন। ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
জুলফিকার মোল্লা