আরও পড়ুন: অসময়ের বৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের
সুন্দরবনের গহন অরণ্য থেকে সংগ্রহ করা মধুর দাম গতবার এক ধাক্কায় অনেকক্ষাণি বাড়িয়েছিল বন দফতর। কেজি প্রতি ৪৫ থেকে ৭০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। তবে এবার মধু জিআই ট্যাগ পেয়েছে। ফলে মধু সংগ্রহকদের আশা এবার দাম আরও বাড়ানো হতে পারে। যদিও সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানায়নি বন দফতর। গতবার রেকর্ড পরিমাণ মধু সংগ্রহ হয়েছিল। এবারও প্রচুর মধু মিলবে বলেই দাবি বন দফতরের। মধুর বাড়তি দামের কথা ঘোষণা করায় গত বছর মধু সংগ্রহের জন্য রেকর্ড পরিমাণ ভিড় হয়েছিল মৌলেদের। মোট ৭৫ টি দল গতবার মধু সংগ্রহ অভিযানে নেমেছিলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। মোট ৫৭৬ জন মৌলে অংশগ্রহণ করেছিলেন। এবারও প্রচুর মৌলে মধু সংগ্রহ অভিযানে আসবেন বলেই আশাবাদী বন দফতর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগে কেজি প্রতি ১৮০ টাকা করে মধুর দাম পেতেন মৌলেরা। এর সাথে ২০ টাকা বাড়তি দেওয়া হত মধু সংগ্রহের পারিশ্রমিক হিসেবে। গত বছর থেকে মধুর গুনমান বিচার করে এই দুটি ভাগে ভাগ করা হয়েছে সংগৃহীত মধু। মধুতে ২৩ শতাংশের বেশি জল থাকলে সেই মধু বন দফতর কেজি প্রতি ২২৫ টাকা এবং অন্যদিকে ২৩ শতাংশের কম জল থাকলে সেই মধুর দাম কেজি প্রতি ২৫০ টাকা করে মৌলেদের দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি কেজিতে আলাদা ২০ টাকা করে পারিশ্রমিকও দেওয়া হয়েছে তাঁদের। এছাড়া যে মোম মৌলেরা সংগ্রহ করেছেন তা তাঁরা আলাদা দামে বাইরে বিক্রির সুযোগ পেয়েছেন। গত বছর রেকর্ড পরিমাণ মধু সংগ্রহ হয়েছিল সুন্দরবনের জঙ্গল থেকে। এবছরও প্রচুর মধু মিলবে। এ বছরও বহু মৌলে মধু সংগ্রহ অভিযানে সামিল হবেন। তাঁদের জন্য বিমা ও নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা বন দফতর করবে।
সুমন সাহা