Bengali News: অসময়ের বৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের

Last Updated:

বুধবার একটানা বৃষ্টি, বৃহস্পতিবার সকাল থেকে আকাশ একটু পরিষ্কার হলেও দুপুরের পর থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। আকাশ মেঘলা। তাতেই যেন অশনি সঙ্কেত

+
অসময়ের

অসময়ের বৃষ্টি কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের

হুগলি: এমন অসময় বৃষ্টি হবে তা আর কে ভেবেছিল! আবহাওয়া মনোরম হয়ে উঠলেও এই বৃষ্টির জন্য মাথায় হাত আলু চাষিদের। অসময়ে বৃষ্টির ফলে দুশ্চিন্তার ভাঁজ জেলার আলু চাষিদের কপালে। একটানা বৃষ্টিতে জলমগ্ন আলুর ক্ষেত। দ্রুত জল চাষের জমি থেকে বের করতে না করতে পারলে পচন ধরতে শুরু করবে আলু গাছের গোড়ায়। আর সেটা হলে স্বাভাবিকভাবেই আলু ফেলে দেওয়া ছাড়া আর কোন‌ও উপায় থাকবেনা। মহাজনের থেকে ঋণ নিয়ে বেশিরভাগ কৃষক আলু চাষ করেন। এর ফলে তাঁরা যে আকুল পাথারে পড়বেন তা সহজেই অনুমেয়। ফলে এই বৃষ্টির জেরে গভীর দুশ্চিন্তার ভাঁজ আলু চাষিদের কপালে।
বুধবার একটানা বৃষ্টি, বৃহস্পতিবার সকাল থেকে আকাশ একটু পরিষ্কার হলেও দুপুরের পর থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। আকাশ মেঘলা। আবহাওয়া দফতর বলছে, আগামী আরও কয়েকদিন এই বৃষ্টি চলবে। আর এই অসময়ের বৃষ্টিই হয়ে দাঁড়িয়েছে সমস্যার কারণ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এমনিতেই এই বছর হুগলি জেলায় আলুর ফলন কম। দ্বিতীয়বার আলু চাষ করছিলেন জেলার কৃষকদের একাংশ। কিন্তু চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় তাঁরা এখন দুশ্চিন্তায় ভুগছেন। বিঘা প্রতি আলু চাষে খরচ হয় কম করে ৩০ হাজার টাকা। কীভাবে এখন সেই খরচ মিটিয়ে নিজের ঘরে ফসল তুলবেন তা বুঝতে পারছেন না চাষিরা। চাষ করে লাভ হওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন তাঁরা। এখন খরচটুকু তুলতে পারলে হয়।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: অসময়ের বৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement