Bengali News: অসময়ের বৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
বুধবার একটানা বৃষ্টি, বৃহস্পতিবার সকাল থেকে আকাশ একটু পরিষ্কার হলেও দুপুরের পর থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। আকাশ মেঘলা। তাতেই যেন অশনি সঙ্কেত
হুগলি: এমন অসময় বৃষ্টি হবে তা আর কে ভেবেছিল! আবহাওয়া মনোরম হয়ে উঠলেও এই বৃষ্টির জন্য মাথায় হাত আলু চাষিদের। অসময়ে বৃষ্টির ফলে দুশ্চিন্তার ভাঁজ জেলার আলু চাষিদের কপালে। একটানা বৃষ্টিতে জলমগ্ন আলুর ক্ষেত। দ্রুত জল চাষের জমি থেকে বের করতে না করতে পারলে পচন ধরতে শুরু করবে আলু গাছের গোড়ায়। আর সেটা হলে স্বাভাবিকভাবেই আলু ফেলে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবেনা। মহাজনের থেকে ঋণ নিয়ে বেশিরভাগ কৃষক আলু চাষ করেন। এর ফলে তাঁরা যে আকুল পাথারে পড়বেন তা সহজেই অনুমেয়। ফলে এই বৃষ্টির জেরে গভীর দুশ্চিন্তার ভাঁজ আলু চাষিদের কপালে।
আরও পড়ুন: ব্যাঙ্কে আর যাওয়া হল না, রাস্তাতেই সব শেষ!
বুধবার একটানা বৃষ্টি, বৃহস্পতিবার সকাল থেকে আকাশ একটু পরিষ্কার হলেও দুপুরের পর থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। আকাশ মেঘলা। আবহাওয়া দফতর বলছে, আগামী আরও কয়েকদিন এই বৃষ্টি চলবে। আর এই অসময়ের বৃষ্টিই হয়ে দাঁড়িয়েছে সমস্যার কারণ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এমনিতেই এই বছর হুগলি জেলায় আলুর ফলন কম। দ্বিতীয়বার আলু চাষ করছিলেন জেলার কৃষকদের একাংশ। কিন্তু চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় তাঁরা এখন দুশ্চিন্তায় ভুগছেন। বিঘা প্রতি আলু চাষে খরচ হয় কম করে ৩০ হাজার টাকা। কীভাবে এখন সেই খরচ মিটিয়ে নিজের ঘরে ফসল তুলবেন তা বুঝতে পারছেন না চাষিরা। চাষ করে লাভ হওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন তাঁরা। এখন খরচটুকু তুলতে পারলে হয়।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2024 7:10 PM IST