আরও পড়ুন: নতুন পোশাক পরে রং খেলাই ট্রেন্ড, দোলের আগে রঙের পাশাপাশি ভিড় পোশাকের দোকানে
সপ্তাহের সাত দিনই আলাদা আলাদা মেনু থাকছে। ভাত, ডাল, সবজি, চাটনির সঙ্গে মাছ, মাংস, ডিমও থাকবে দিন অনুযায়ী। এই অভিনব উদ্যোগে হাত বাড়িয়ে দিয়েছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত।
৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা। সেই মন্দির সংলগ্ন জায়গায় টিনের শেড তৈরি করে মনোরম এবং স্বাস্থ্যকর পরিবেশে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কাঞ্চিদেশ মন্দির কমিটিও সম্পূর্ণ সহযোগিতা করছে।কঙ্কালীতলা মন্দিরের সেবায়েত, সাধুসন্ত, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা মিলে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন হওয়া মাত্রই এলাকার পাঁচ শতাধিক অসহায় মানুষ আনন্দ উচ্ছ্বাসের সঙ্গেই দুপুরের আহার সারেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন বলেন, কঙ্কালীতলা মন্দির সংলগ্ন এলাকায় সাধু, সন্ত, ভবঘুরে, দুঃস্থ মানুষজন রয়েছেন। পথচারী ক্ষুধার্ত মানুষের কথা চিন্তা করেই এবার থেকে ১ টাকায় মিলবে দুপুরের খাবার। অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছেন এলাকার মানুষজন। এদিকে ১ টাকায় পেট ভরা খাবার পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলোও।
সৌভিক রায়