আরও পড়ুন: আবার ধরা পড়ল চিতাবাঘ, একই চা বাগানে পরপর চারটে
স্থানীয় সূত্রে খবর, গাজন উপলক্ষে এই সময় বহু পুণ্যার্থী আসেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। সেই পুণ্যার্থীদের সেবা করতে বহু মানুষ আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেরকমভাবেই চাকদহ থেকে এসেছিল ২০ জনের একটি দল। সিঙ্গুরের নসিবপুর একাকায় তাঁরা জলছত্র শুরু করেন। জল ফুরিয়ে যাওয়ায় রাতে পুকুরে জল আনতে গিয়েছিলেন সুমন। তার পর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় জেলেদের ডেকে পুকুরে জাল দিলে উঠে আসে দেহ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার চকদহে। জল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর অন্য কোনও কারণ আছে কিনা তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর। এই ঘটনার পর চাকদহ থেকে যারা জলছত্র পরিষেবা দিতে এসেছিলেন, সেই ২০ জনের দলটিকে মালপত্র ও গাড়ি সহ আটক করেছে সিঙ্গুর থানার পুলিশ।
রাহী হালদার