আরও পড়ুন: ব্ল্যাকবেল্ট কাউন্সিলর, তাও মহিলা!
মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার চুঁয়াপুর তেঁতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মৃত মনোতোষ মণ্ডল ওখানকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি মানসিক ভরসাম্যহীন ছিলেন। রাস্তায় থাকতেন আর মাঝেমধ্যেই তেঁতুল পাড়তে গাছে উঠে পড়তেন। সোমবার খুব সকালে ওই ব্যক্তি তেঁতুলতলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তেঁতুল গাছে উঠে ব্যাগ নিয়ে তেঁতুল পাড়ছিলেন। সেই সময় গাছ থেকে মাটিতে পড়ে যান। ঘটনাস্থালেই মৃত্যু হয় তাঁর। পরে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় বাসিন্দা পটল ঘোষ জানান, সোমবার সকালে হঠাৎই একটি আওয়াজ পাই। ছুটে এসে দেখি মৃত অবস্থায় পড়ে আছেন উনি। গাছ থেকে পড়েই মৃত্যু হয়েছে। পুলিশকে খবর দিলে তারা দেহ নিয়ে যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এলাকাবাসীরা গাছ থেকে পড়ে মৃত্যুর কথা বললেও এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
কৌশিক অধিকারী