Bengali Video: ব্ল্যাকবেল্ট কাউন্সিলর, তাও মহিলা!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সঙ্গে যোগদান করেছেন তিনি। বর্তমানে দুই দায়িত্বই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন
বাঁকুড়া: এই প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি মন দিয়ে দেখুন। যাঁকে ক্ষিপ্রতার সঙ্গে ক্যারাটে করতে দেখছেন তিনি সাধারণ কেউ নন, বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতু দাস। প্রায় ৩৫ বছর ক্যারেটের সঙ্গে যুক্ত এই মহিলা কাউন্সিলর। ভাববেন না যে শখে ক্যারাটে করেন তিনি। ব্ল্যাকবেল্ট (থার্ড ডান) ইতু দাস ৪৭ বছর বয়সেও আত্মরক্ষার্থে ৬৫ জনকে নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণ দেন।
রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সঙ্গে যোগদান করেছেন তিনি। কাউন্সিলরের দায়িত্ব নাকি ক্যারাটে, কোনটা আগে? এই প্রশ্ন করায় বাঁকুড়ার এই কাউন্সিলর বলেন, আমার ছোট থেকেই লড়াকু মনোভাব ছিল। সেই কারণেই ক্যারাটে নিয়ে এগিয়েছি। তার সঙ্গে ওয়ার্ডটাকে সামলাই। আমি চাই যাতে প্রত্যেকে নিজের আত্মরক্ষার্থে ক্যারাটে শিখে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
advertisement
advertisement
৩০ তম এনওয়াইকেসি বার্ষিক ক্যারাটে প্রতিযোগিতায় এবছর রাজ্যের বিভিন্ন অংশ থেকে অংশগ্রহণ করে ২৫৪ জন প্রতিযোগী। কাতা, কুমিতে এবং দলভিত্তিক সঙ্গে ব্যাক্তিগত প্রদর্শন করেন। তার মধ্যে বাঁকুড়ার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতু দাস নিজের পুত্র শুভম দাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অধিকার করেন। ইতু দাসের প্রশিক্ষক সৌমেন ব্যানার্জী জানান, ১৯৯১ সাল থেকে ইতু আমার কাছে প্রশিক্ষণ নিচ্ছে। বর্তমানে কাউন্সিলর হলেও আগে সে একজন লড়াকু অ্যাথলিট। এমনও দিন গেছে যে আমাকে ছায়ায় অপেক্ষা করতে বলে নিজে রোদে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে গেছে। ফলে বর্তমানে দাঁড়িয়ে সে একজন নারী শক্তি এবং আত্মরক্ষার দৃষ্টান্ত।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ইতু দাসের স্বামী এবং পুত্র দু’জনেই মার্শাল আর্টের সঙ্গে যুক্ত। তাঁকে অনুসরণ করে বাঁকুড়ায় বহু কিশোরী, যুবতী এবং মহিলা অনুপ্রাণিত হচ্ছেন এবং ক্যারেটে প্রশিক্ষণ বেছে নিচ্ছে।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2024 1:44 PM IST