Greening Campaigning: কবি সুকান্ত'র লেখা লাইনকে জীবনে ধারণ দুই বন্ধুর, সাইকেলে আগামীর প্রতি অঙ্গীকার পালন

Last Updated:

কংক্রিটের জঙ্গলে সবুজের অস্তিত্ব রক্ষা করতে বদ্ধপরিকর দুই বন্ধু। তাঁদের মুখে শোনা গেল আরও বেশি গাছ লাগিয়ে মানুষের তথা পৃথিবীর প্রাণ রক্ষা করার বার্তা

+
দুই

দুই যুবক

আলিপুরদুয়ার: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
ছাড়পত্র কবিতায় লেখা কবি সুকান্ত ভট্টাচার্যের এই দুটি লাইনকে যেন জীবনের সত্যি বলে ধারণ করেছেন হাসিমারার দুই যুবক অমৃত মিঞ্জ ও রাহুল মিঞ্জ। এই দূষিত পৃথিবীকে রক্ষা করতে সবুজায়ন একমাত্র পথ বলে বহু আগেই জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। আর সেই লক্ষ্যেই সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েছেন এই দুই বন্ধু। উত্তর-পূর্ব ভারতের পর এবারে উত্তর ভারতে সাইকেল নিয়ে যাত্রা করেছেন তাঁরা।
advertisement
advertisement
কংক্রিটের জঙ্গলে সবুজের অস্তিত্ব রক্ষা করতে বদ্ধপরিকর দুই বন্ধু। তাঁদের মুখে শোনা গেল আরও বেশি গাছ লাগিয়ে মানুষের তথা পৃথিবীর প্রাণ রক্ষা করার বার্তা। এই বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে আলিপুরদুয়ার জেলার মধ্য সাতালি এলাকা থেকে সাইকেলে চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই বন্ধু। এই বিষয়ে অমৃত মিঞ্জ জানান, সবুজের অভাব সর্বত্র। যার জন‍্য বিভিন্ন রোগব‍্যাধি বাড়ছে। যুব সমাজকে বিশেষ করে সচেতন করতে হবে।যার জন‍্য আমরা সাইকেলকে মাধ‍্যম করেছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রায় ৯০০ কিলোমিটার পথ সাইকেলে চেপে অতিক্রম করবেন তাঁরা। এই দুই যুবককের সমর্থনে এগিয়ে এসেছেন এলাকার বাসিন্দারাও। সকলেই তাঁদের শুভেচ্ছা ও শুভকামনা জানান। এই যাত্রা শেষ হতে প্রায় একমাস সময় লাগবে বলে জানান দুই যুবক।সাইকেল চালালে শরীরের পাশাপাশি পরিবেশ ভাল থাকে বলে জানান। অযোধ‍্যার রামমন্দির দর্শন করে নেপালে যাওয়ার ইচ্ছে রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Greening Campaigning: কবি সুকান্ত'র লেখা লাইনকে জীবনে ধারণ দুই বন্ধুর, সাইকেলে আগামীর প্রতি অঙ্গীকার পালন
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement