আরও পড়ুন: রাতে বেরোলেই উধাও হয়ে যাচ্ছে মোবাইল!
সবুজ আবির নিয়ে অকাল দোলে মাতলেন পটাশপুরের মথুরা এলাকার মহিলারা। সেখানে উপস্থিত ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ গিরি, মহিলা নেত্রী মিতালি জানা কুইলা সহ শাসকদলের বহু কর্মী। সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা থেকে বেড়ে হবে ১,০০০ টাকা। আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা আগের ১,০০০ টাকা থেকে বেড়ে পাবেন ১,২০০ টাকা করে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই সুখবর আসতেই খুশির ঢেউ জেলায় জেলায়। অকাল দোল উৎসবে মাৎছেন মহিলারা। প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রতি মাসের লক্ষীর ভান্ডারের অনুদান পান দুই কোটির বেশি মহিলা। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের আগে লক্ষীর ভান্ডার ের অনুদান বৃদ্ধির এই ঘোষণা শাসক দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে। এদিকে বাজেটেই জানানো হয়েছে মে মাস থেকে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাবেন।
সৈকত শী





