Bengali News: রাতে বেরোলেই উধাও হয়ে যাচ্ছে মোবাইল!
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
সন্ধের সময় পড়াতে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি থেকে মিনিট পাঁচ যাওয়ার পরে হঠাৎই দুই যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে তার কাছে চলে আসে
নদিয়া: রাত হলেই রাস্তায় বেরোনোর যো নেই শান্তিপুরে। বেরোলেই ছিনতাই হয়ে যাচ্ছে মোবাইল ফোন। কয়েক মাসের মধ্যে একাধিক ছাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে আরও একবার একই ঘটনা ঘটল শান্তিপুরের ফটক পাড়া এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে।
যে ছাত্রীর মোবাইল ফোন ছিন্তাই হয়েছে তাঁর অভিযোগ, সন্ধের সময় পড়াতে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি থেকে মিনিট পাঁচ যাওয়ার পরে হঠাৎই দুই যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে তার কাছে চলে আসে। এরপর হাত থেকেই মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফটক পাড়া এলাকায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ছাত্রীটি জানিয়েছেন, ওই যুবকরা বেশ কিছুক্ষণ ধরেই তাঁকে ফলো করছিল। তারপরই আচমকা দ্রুতগতিতে এসে চোখের নিমেষে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। এদিকে গত কয়েক মাসের মধ্যে একাধিকবার এই ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত এই অসাধুচক্রর কোনও হদিস পাওয়া যায়নি। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2024 8:21 PM IST







