Nature Study Camp: প্রকৃতি পাঠে বেড়ে উঠুক শৈশব! শিশুদের জন্য বিরাট আয়োজন এই জেলায়

Last Updated:

জীবনের গোড়াতেই এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে প্রকৃতি পাঠ শিবির অত্যন্ত মূল্যবান। আর এই ধরনের অভিজ্ঞতার সঞ্চয় করতে পরিবেশের মাঝে একটি ক্যাম্পের আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অ্যাকাডেমি অফ আর্টস অ্যানাটমির পক্ষ থেকে

+
নেচার

নেচার ক্যাম্প

উত্তর দিনাজপুর: নেচার স্টাডি ক্যাম্প বা প্রকৃতি পাঠ শিবিরে কখনও অংশগ্রহণ করেছেন। কী কী হয় এই ধরনের শিবিরে জানেন কি? কংক্রিটের শহর ছেড়ে প্রকৃতির মাঝে ক্ষণিকের বিশ্রাম নিতে আমরা প্রত্যেকেই কমবেশি চাই। বাচ্চাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ভীষণ প্রয়োজন এই প্রকৃতি পাঠশিবির।
যেখানে থাকে টেন্ট পিচিং, স্কাই ওয়াচিং, ম্যাপ রিডিং, বার্ড ওয়াচিং, রোপ অ্যাক্টিভিটি, রিভার ক্রসিং সহ আরও কত মজার বিষয় থাকে। নানান অনুভূতি বোধ, ‘ফেলো ফিলিংস’, বিপদ-অসুবিধায় বন্ধুর পাশে দাঁড়ানোর মানসিকতা, প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি হয় এই ধরনের শিবিরে।
advertisement
advertisement
এক কথায় জীবনের গোড়াতেই এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে প্রকৃতি পাঠ শিবির অত্যন্ত মূল্যবান। আর এই ধরনের অভিজ্ঞতার সঞ্চয় করতে পরিবেশের মাঝে একটি ক্যাম্পের আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অ্যাকাডেমি অফ আর্টস অ্যানাটমির পক্ষ থেকে। যেখানে পরিবেশ সচেতনতা বাড়াতে একটি শিবিরের আয়োজন করা হয়। যেখানে ২০০ টিরও বেশি বাচ্চা ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রায়গঞ্জ অ্যাকাডেমি অফ অ্যানাটমির উদ্যোগে পরিবেশ সচেতনতা বাড়াতে রায়গঞ্জের কুলিক নদীর পাশে এই শিবিরের আয়োজন করা হয়। সংস্থার প্রিন্সিপাল অভিজিৎ সরকার বলেন, শহর অঞ্চলে বর্তমানে কংক্রিটের জগতে বাচ্চারা বড় হয়ে উঠছে। তাদের পরিবেশের বিষয় সচেতনতা গড়তে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। তাঁবু খাটানো, রিভার ক্রসিং বা জঙ্গলে পথ চলার কৌশলের পাশাপাশি এদিনের এই শিবিরে সাপে কাটা নিয়ে সচেতনতা, পাখি চেনার ‘ক্লাস’ এমনকি, সমস্ত ধরনের নিরাপত্তা বজায় রেখে রিভার ক্রসিং এবং জিপ লাইনের মতো অ্যাডভেঞ্চার গেম, বিজ্ঞান মঞ্চের সহায়তায় বিজ্ঞান ও কুসংস্কার নিয়ে অনুষ্ঠান, ডাইন প্রথার বিরুদ্ধে অনুষ্ঠান ছিল তিন দিনের এই প্রকৃতি পাঠ শিবিরে। এদিনের এই শিবিরে বিভিন্ন ধরনের আর্ট এক্সিবিশনেরও ব্যবস্থা করা হয় ছাত্রছাত্রীদের জন্য।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Nature Study Camp: প্রকৃতি পাঠে বেড়ে উঠুক শৈশব! শিশুদের জন্য বিরাট আয়োজন এই জেলায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement