আরও পড়ুন: আর্কিওলজিক্যাল সার্ভের বাধা, জটার দেউল ঘিরে পর্যটনের সম্ভাবনায় প্রশ্নচিহ্ন
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই গন্ডগোলে রোগীদের আত্মীয়দের হামলায় আহত হন এক সিভিক ভলেন্টিয়ার ও হাসপাতালে নিরাপত্তারক্ষী। অভিযোগ, দুপুরের পর বেশ কয়েকজন রোগীর আত্মীয় আউটডোর টিকিট নেবেন বলে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় হয়ে যাওয়ায় তাঁদের টিকিট না দিয়েই কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। প্রথমে বচসা, তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। রোগীদের পরিজনরা হাসপাতালের নিরাপত্তারক্ষী ও সিভিক ভলেন্টিয়ারদের উপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই ঘটনায় চারজন জখম হন। পাল্টা রোগীর আত্মীয়দের অভিযোগ, তাঁদের উপরেও হামলা করেন নিরাপত্তা রক্ষীরা। ঘটনায় রোগীদের দুই মহিলা আত্মীয় আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে আসে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ।
সুমন সাহা