Bengali News: আর্কিওলজিক্যাল সার্ভের বাধা, জটার দেউল ঘিরে পর্যটনের সম্ভাবনায় প্রশ্নচিহ্ন

Last Updated:

ঐতিহ্যবাহী মন্দির হওয়ায় জটার দেউল-এর আশেপাশে কোথাও মাটি খোঁড়ার অনুমতি দিচ্ছে না ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ

+
জটার

জটার দেউল

দক্ষিণ ২৪ পরগনা: ঐতিহাসিক মন্দির জটার দেউল। এই দেউল’কে ঘিরে পর্যটকদের মধ্যে ধীরে ধীরে আগ্রহ বাড়ছিল। তৈরি হচ্ছিল পর্যটনকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন। কিন্তু হঠাৎই ধাক্কা খেল সেই স্বপ্ন।
ঐতিহ্যবাহী মন্দির হওয়ায় জটার দেউল-এর আশেপাশে কোথাও মাটি খোঁড়ার অনুমতি দিচ্ছে না ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ। ফলে সেখানে উন্নয়নমূলক কিছু করা যাচ্ছে না বলে জানিয়েছেন রায়দিঘির বিধায়ক অলক জলদাতা।‌ এর ফলে পর্যটনকেন্দ্রকে লক্ষ্য করে রেস্তোরাঁ, নলকূপ বসনো থেকে শুরু করে সব কিছুর প্রস্তুতিই মার খাচ্ছে। বিধায়ক জানিয়েছেন, অনুমতি পেলেই নতুন করে কাজ শুরু হবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রায়দিঘির মণি নদী পেরিয়ে আরও ৬ কিলোমিটার দূরে পূর্ব জটা গ্রামে অবস্থিত জটার মন্দির বা দেউল। সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় ১৮৬৮ সালে প্রথম জঙ্গলের মধ‍্যে সন্ধান মেলে এই জটার দেউল-এর। ২০১১ সালে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের তরফে মন্দির চত্বরে শুরু হয় খননকাজ। এরপর মাটির নিচ থেকে আবিষ্কার হয় কিছু ইটের কাঠামো। খুঁজে পাওয়া যায় পর্তুগিজ মুদ্রা, হাতির দাঁত সহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী। সেই থেকে অনেক ইতিহাসবিদ মনে করেন, পর্তুগিজ জলদস্যুরা এটি টাওয়ার হিসাবে ব‍্যবহার করত। তবে এটি বর্তমানে শিব মন্দির হিসাবেই ব্যবহৃত হয়। নতুন করে এই মন্দির সংলগ্ন এলাকার উন্নয়ন হোক এখন এটাই চান স্থানীয়রা। কারণ এখানে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র গড়ে উঠলে স্থানীয় অনেকের জীবিকার সমস্যার সমাধান হবে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: আর্কিওলজিক্যাল সার্ভের বাধা, জটার দেউল ঘিরে পর্যটনের সম্ভাবনায় প্রশ্নচিহ্ন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement