আরও পড়ুন: বোলপুরে হেরে যাওয়া অনির্বাণের কাঁধে ‘লাল-গড়’ যাদবপুর দখলের দায়িত্ব
এই জল যন্ত্রণা থেকে চম্পাহাটির মানুষকে মুক্তি দিতে কেএমডিএ-র দারস্থ হয়েছিলেন বিধায়ক। তারপরই ওই দফতরের থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয় কাজের জন্য। নিকাশি সমস্যার সমাধানের জন্য চম্পাহাটি রেল গেট থেকে কাটাখাল পর্যন্ত তৈরি হবে ভূগর্ভস্থ নর্দমা। এই কাজের জন্য চাম্পাহাটিতে জায়গা পরিদর্শন করেন কেএমডিএ সাউথ ডিভিশনের ইঞ্জিনিয়াররা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে এক ইঞ্জিনিয়ার বলেন, পূর্ত দফতরের সঙ্গে যুগ্মভাবে জায়গা দেখা হয়েছে। আর্থিক অনুমোদন হয়ে গেলেই কাজ শুরু করা হবে। জায়গা পরিদর্শনের সময় ইঞ্জিনিয়ারদের সঙ্গে ছিলেন চম্পাহাটির পঞ্চায়েত প্রধান অসিতবরণ মণ্ডল। এদিন তিনি বলেন, বিধায়ক বিভাস সর্দার ২০২২ সালেই জমা জলের সমস্যার জন্য কেএমডিএ-কে চিঠি করেছিলেন। ভূগর্ভস্থ নর্দমার মাধ্যমে জল কাটাখালে গিয়ে পড়বে। ফি বছরই ভারী বৃষ্টি হলেই চম্পাহাটি বাজার, পঞ্চায়েত সংলগ্ন এলাকার রাস্তায় জল দাড়িয়ে যায়। রাস্তার পাশে দোকানেও জল ঢুকে পড়ে। যেহেতু এই রাস্তার দু’পাশে কোথাও কোনও নর্দমা নেই, তাই জল বের হতে পারত না। এলাকার বাসিন্দারা বলেন, জমা জলের সমস্যা মিটতে এমন নর্দমার খুব দরকার ছিল।
সুমন সাহা