TRENDING:

Bengali News: চম্পাহাটির বেআইনি বাজি কারখানায় ফের বিস্ফোরণ! বোমা বাঁধতে গিয়ে আশঙ্কাজনক ২

Last Updated:

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই তীব্র বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা চম্পাহাটি। ঘটনাস্থলে পৌঁছে চক্ষু চড়কগাছ হয়ে যায় এলাকার মানুষের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। বৃহস্পতিবার দুপুরে বারুইপুরের চম্পাহাটিতে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে ২ জন। যে ঘটনায় প্রশাসনের কড়াকড়ির ফলাফল নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। গত বছর পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের জেরে বহু মানুষের মৃত্যু হয়। তারপর বেআইনি বাজি কারখানা বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় রাজ্য সরকার। কিন্তু তাতে যে ফলাফল খুব কিছু হয়নি চম্পাহাটির এদিনের বিস্ফোরণ কাণ্ড তা আরও একবার প্রমাণ করে দিল।
ঘটনাস্থলে পুলিশ
ঘটনাস্থলে পুলিশ
advertisement

আরও পড়ুন: গাছের নাম বোদেলা, তাতেই কুপোকাত পাহাড় প্রমাণ হাতি! আছে জব্দ করার মোক্ষম দুই ‘অস্ত্র’

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই তীব্র বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা চম্পাহাটি। ঘটনাস্থলে পৌঁছে চক্ষু চড়কগাছ হয়ে যায় এলাকার মানুষের। তাঁরা দেখেন, বিস্ফোরণের আঘাতে গুরুতর জখম অবস্থায় বাড়ির উঠানে পড়ে আছে দু’জন। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হ‌ওয়ায় ওই আহতদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বিস্ফোরণটি ঠিক ঘটেছে চম্পাহাটির হাড়ালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত দুই ব্যক্তির নাম সুদীপ নাইয়া ও অমর বিশ্বাস। সুকুমার অধিকারী নামে স্থানীয় এক বাজি ব্যবসায়ীর কারখানায় ওই দুই যুবক গোপনে বোমা বাঁধার কাজ করছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ হয় বলে দাবি। অমর এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে জানিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা ঘটায় বিষয়টিতে রাজনৈতিক রং লেগেছে। বিরোধীদের অভিযোগ, পরিকল্পনা করেই দুষ্কৃতীরা ওখানে বোমা তৈরি করছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: চম্পাহাটির বেআইনি বাজি কারখানায় ফের বিস্ফোরণ! বোমা বাঁধতে গিয়ে আশঙ্কাজনক ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল