আরও পড়ুন: ভিন রাজ্যে আবারও বাংলার তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তালিকায় পঞ্চায়েত সদস্যের ছেলেও
দুটি ভয়াবহ পথ দুর্ঘটনায় আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদে। বৃহস্পতিবার ভোর রাতে রঘুনাথগঞ্জ থানার তালাইমোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে স্কুটির সঙ্গে লরির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় স্কুটি চালক মিরাজ শেখের। মিঠু শেখ নামে আহত হন আরও একজন। দু’জনেরই বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নয়াগ্রামে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে সুতির নাদাই থেকে ধান পোঁতার উদ্দেশ্যে একটি বাইকে করে তিনজন যাচ্ছিল। সুতির তারামোড় সংলগ্ন এলাকায় পিছন থেকে একটি সরকারি বাস এসে ওই বাইকে ধাক্কা মারে। বাইকের তিন আরোহীই এই দুর্ঘটনায় গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাই আরোহীদের প্রত্যেকের মাথায় হেলমেট থাকায় তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন।
কৌশিক অধিকারী