Migrant Workers Death: ভিন রাজ্যে আবারও বাংলার তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তালিকায় পঞ্চায়েত সদস্যের ছেলেও
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের। অপরদিকে বিহারে টাওয়ার নির্মাণের কাজে গিয়ে কর্মরত অবস্থায় নির্মীয়মান টাওয়ার থেকে পড়ে মৃত্যু আরও একজনের
মালদহ: ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। তালিকায় পঞ্চায়েত সদস্যর ছেলেও। পৃথক দুই রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল মালদহের তিন পরিযায়ী শ্রমিকের। তিন জনের দেহ বুধবার গ্রামে এসে পৌঁছয়।
বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের। অপরদিকে বিহারে টাওয়ার নির্মাণের কাজে গিয়ে কর্মরত অবস্থায় নির্মীয়মান টাওয়ার থেকে পড়ে মৃত্যু আরও এক শ্রমিকের। ইংরেজবাজার থানার কোতোয়ালির তিওড়পাড়ার বাসিন্দা মান্তু ঘোষ (২১) ও কোতোয়ালির দৈবকীপুরের বাসিন্দা সুজয় সরকার (১৯) বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে গিয়েছিলেন। গত কয়েক মাস ধরে সেখানে কাজ করছিলেন। দু’দিন আগে একটি বাস দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়। প্রতিবেশী প্রকাশ কর্মকার জানান, দু’জন একসঙ্গে কাজে যাচ্ছিল। বেঙ্গালুরুতে ওরা ইলেকট্রিকের কাজ করত। রাস্তা পারাপারের সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়। সেখানে দু’জনেরই মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অপরদিকে মালদহের মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর এলাকার বাসিন্দা সাফি আলম (২২) বিহারে টাওয়ার শ্রমিকের কাজ করতেন। সেখানে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃত শ্রমিকের এক আত্মীয় শেখ আফসার আলি বলেন, গ্রাজুয়েশন করার পরও কোনও কাজ পাচ্ছিল না। পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। তাই বাধ্য হয়ে ভিন রাজ্যে শ্রমিকের কাজে যেতে হয়েছিল। জানা গিয়েছে মৃত সাফি আলমের মা স্থানীয় পঞ্চায়েত সদস্য। কিন্তু পরিবারে অনটন রয়েছে। তাই শিক্ষিত এই তরুণকে বিহারে পরিযায়ী শ্রমিকের কাজে যেতে হয়েছিল।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2024 11:55 AM IST