Migrant Workers Death: ভিন রাজ্যে আবারও বাংলার তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তালিকায় পঞ্চায়েত সদস্যের ছেলেও

Last Updated:

বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের। অপরদিকে বিহারে টাওয়ার নির্মাণের কাজে গিয়ে কর্মরত অবস্থায় নির্মীয়মান টাওয়ার থেকে পড়ে মৃত্যু আরও একজনের

মৃত শ্রমিকদের শোকাহত পরিবার
মৃত শ্রমিকদের শোকাহত পরিবার
মালদহ: ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। তালিকায় পঞ্চায়েত সদস্যর ছেলেও। পৃথক দুই রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল মালদহের তিন পরিযায়ী শ্রমিকের। তিন জনের দেহ বুধবার গ্রামে এসে পৌঁছয়।‌
বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের। অপরদিকে বিহারে টাওয়ার নির্মাণের কাজে গিয়ে কর্মরত অবস্থায় নির্মীয়মান টাওয়ার থেকে পড়ে মৃত্যু আরও এক শ্রমিকের। ইংরেজবাজার থানার কোতোয়ালির তিওড়পাড়ার বাসিন্দা মান্তু ঘোষ (২১) ও কোতোয়ালির দৈবকীপুরের বাসিন্দা সুজয় সরকার (১৯) বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে গিয়েছিলেন। গত কয়েক মাস ধরে সেখানে কাজ করছিলেন। দু’দিন আগে একটি বাস দুর্ঘটনায় দু’জনের‌ই মৃত্যু হয়। প্রতিবেশী প্রকাশ কর্মকার জানান, দু’জন একসঙ্গে কাজে যাচ্ছিল। বেঙ্গালুরুতে ওরা ইলেকট্রিকের কাজ করত। রাস্তা পারাপারের সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়। সেখানে দু’জনের‌ই মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অপরদিকে মালদহের মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর এলাকার বাসিন্দা সাফি আলম (২২) বিহারে টাওয়ার শ্রমিকের কাজ করতেন। সেখানে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃত শ্রমিকের এক আত্মীয় শেখ আফসার আলি বলেন, গ্রাজুয়েশন করার পরও কোন‌ও কাজ পাচ্ছিল না। পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। তাই বাধ্য হয়ে ভিন রাজ্যে শ্রমিকের কাজে যেতে হয়েছিল। জানা গিয়েছে মৃত সাফি আলমের মা স্থানীয় পঞ্চায়েত সদস্য। কিন্তু পরিবারে অনটন রয়েছে। তাই শিক্ষিত এই তরুণকে বিহারে পরিযায়ী শ্রমিকের কাজে যেতে হয়েছিল।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migrant Workers Death: ভিন রাজ্যে আবারও বাংলার তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তালিকায় পঞ্চায়েত সদস্যের ছেলেও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement