আরও পড়ুন: মিষ্টি, মাদুর, ল্যাংচার পর এবার রাজ্যে উডেন হাব! ঠিক কী জানা গেল
দুই দিনের বিশেষ নাট্য কর্মশালার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে। শনি এবং রবিবার ঘাটাল শহরে আয়োজিত হয় এই আবাসিক নাট্য কর্মশালার। মূলত গ্রামীণ, মফস্বল কিংবা শহরতলি থেকে নতুন নাট্য প্রতিভাকে তুলে আনার লক্ষ্যে এই আয়োজন।
advertisement
ঘটনা হল নতুন প্রজন্ম অনেকটাই নাট্যচর্চা বিমুখ হয়ে পড়েছে। পড়াশোনা, কাজের পাশাপাশি যুব প্রজন্মকে নাটকমুখী করতে দু’দিনের আবাসিক কর্মশালা আয়োজন করা হয়েছিল। যুব প্রজন্মের কাছে বেশ আনন্দদায়ক ছিল এই কর্মশালা। প্রসঙ্গত উচাটন নামক সাহিত্য পত্রিকা প্রকাশনার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গ্রাম-বাংলার, মফস্বলের ছেলেমেয়েদের নাট্যকর্মী হিসেবে গড়ে তুলতে প্রথম বছরের এই বিশেষ কর্মশালার আয়োজন। জেলার পাশাপাশি পার্শ্ববর্তী হুগলি, হাওড়া থেকেও তরুণ-তরুণীরা ভিড় জমিয়েছিল এখানে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রসঙ্গত যুব প্রজন্মের মধ্যেও রয়েছে প্রতিভা। অনেকেই নাট্য অভিনয়ে যথেষ্ট দক্ষ। তবে সঠিক পথ এবং অনুশীলনের অভাবে হারিয়ে যায় তাদের প্রতিভা। তবে নবপ্রজন্মের প্রতিভা পুনরুজ্জীবিত করতে এই বিশেষ কর্মশালাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ