আরও পড়ুন: সিংহ দম্পতি সঙ্গে চশমা বাঁদর, বেঙ্গল সাফারিতে নতুন চমক
স্বাস্থ্যকেন্দ্রে কোনওরকম আলো না থাকায় মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা করা হচ্ছে সেখানে ভর্তি থাকা রোগীদের। সেই সুযোগে হাসপাতালের আউটডোর এবং ইনডোর যেন কুকুর-বিড়ালের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এমনই ছবি লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
advertisement
হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের অভিযোগ, রবিবার সকাল থেকেই পুরো হাসপাতাল চত্বরে কোনওরকম বিদ্যুৎ পরিষেবা নেই। ফলে দিনে সে রকম সমস্যা না হলেও সন্ধের পর থেকে বিদ্যুতের দেখা না মেলায় সমস্যায় পড়েছে রুগীরা। বন্ধ রয়েছে জেনারেটর মেশিন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হাসপাতালের এই বেহাল দশা নিয়ে সেখানে কর্মরত চিকিৎসক সারুক হোসেন জানান, জেনারেটর খারাপ হয়ে গিয়েছে। সকাল থেকেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। তাই আমরা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের বলেছি, মোমবাতি নিয়ে এসে বেডের কাছে রাখতে। কিন্তু এর ফলে কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে সেই নিয়ে প্রশ্ন উঠছে।
কৌশিক অধিকারী