TRENDING:

Bengali News: রেল লাইনের কাজে রাতে বন্ধ থাকবে রাস্তা, সীমান্ত বাণিজ্য নিয়ে চিন্তা

Last Updated:

পূর্ব রেলের পক্ষ থেকে রেল গেট এলাকার লাইন মেরামতির দিন ও সময় জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই সময়ের জন্য রেলগেট ব্যবহার করে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সীমান্ত শহর বনগাঁর এক নম্বর রেলগেট হয়ে চলে গিয়েছে যশোর রোড। আর এই যশোর রোডের উপর দিয়েই গিয়েছে বনগাঁ-রানাঘাট রেল লাইন। প্রতিদিনের ভারী যানবাহন ও ট্রাকের চাপে কার্যত ধ্বস্ত অবস্থা রেললাইনের, বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই পূর্ব রেল ঠিক করেছে সীমান্ত এলাকার এই রেললাইন মেরামত করবে। আর তাতেই পণ্য পরিবহণ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন ব্যবসায়ীরা।
বনগাঁ ১ নম্বর রেলগেট
বনগাঁ ১ নম্বর রেলগেট
advertisement

আরও পড়ুন: ‘মাখা’ খাইয়ে জেলাবাসীর মন জয় করেছেন দাদা

ইতিমধ্যে পূর্ব রেলের পক্ষ থেকে রেল গেট এলাকার লাইন মেরামতির দিন ও সময় জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই সময়ের জন্য রেলগেট ব্যবহার করে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১১ টা থেকে ভোর ৬ পর্যন্ত রেলগেটের লেভেল ক্রসিং-এ গুরুত্বপূর্ণ কাজের জন্য বন্ধ রাখা হবে গেট। এই বিজ্ঞপ্তি দেখে চিন্তায় পড়ে গিয়েছেন সীমান্ত এলাকার ব্যবসায়ীরা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মূলত রাতের দিকেই বেশি পণ্যবাহী গাড়ি এখান দিয়ে সীমান্তের দিকে যায়। ফলে টানা কয়েকদিন রাতের দিকে গেট বন্ধ থাকলে সীমান্ত বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এতে তাঁদের বিপুল ক্ষতি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যদিও স্থানীয় প্রশাসন বিকল্প রাস্তা হিসাবে দু’নম্বর রেলগেট হয়ে পেট্রাপোল যাওয়ার প্রাথমিক চিন্তা-ভাবনা করছে। কিন্তু এই রাস্তা দিয়ে পণ্যবাহী বড় গাড়ি যাতায়াত অসম্ভব বলে জানিয়ে দিয়েছে স্থানীয়রা। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: রেল লাইনের কাজে রাতে বন্ধ থাকবে রাস্তা, সীমান্ত বাণিজ্য নিয়ে চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল