আরও পড়ুন: ‘মাখা’ খাইয়ে জেলাবাসীর মন জয় করেছেন দাদা
ইতিমধ্যে পূর্ব রেলের পক্ষ থেকে রেল গেট এলাকার লাইন মেরামতির দিন ও সময় জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই সময়ের জন্য রেলগেট ব্যবহার করে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১১ টা থেকে ভোর ৬ পর্যন্ত রেলগেটের লেভেল ক্রসিং-এ গুরুত্বপূর্ণ কাজের জন্য বন্ধ রাখা হবে গেট। এই বিজ্ঞপ্তি দেখে চিন্তায় পড়ে গিয়েছেন সীমান্ত এলাকার ব্যবসায়ীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মূলত রাতের দিকেই বেশি পণ্যবাহী গাড়ি এখান দিয়ে সীমান্তের দিকে যায়। ফলে টানা কয়েকদিন রাতের দিকে গেট বন্ধ থাকলে সীমান্ত বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এতে তাঁদের বিপুল ক্ষতি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যদিও স্থানীয় প্রশাসন বিকল্প রাস্তা হিসাবে দু’নম্বর রেলগেট হয়ে পেট্রাপোল যাওয়ার প্রাথমিক চিন্তা-ভাবনা করছে। কিন্তু এই রাস্তা দিয়ে পণ্যবাহী বড় গাড়ি যাতায়াত অসম্ভব বলে জানিয়ে দিয়েছে স্থানীয়রা। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
রুদ্রনারায়ণ রায়