আরও পড়ুন: বিজেপির প্রধানের পাঠানো তালিকা কেটে অন্যকে নিয়োগ, শুভেন্দুর জেলায় জল প্রকল্পে তালা
পর্যটকদের সহায়তার জন্য বেশ কয়েক বছর আগেই চালু হয়েছিল পর্যটন তথ্যকেন্দ্র। তবে বর্তমানে তা ব্যবহার অযোগ্য। সাজানো গোছানো এই কেন্দ্রে বর্তমানে আসে না কেউই। দীর্ঘদিন ধরেই তালা বন্ধ রয়েছে এটি। একইসঙ্গে বন্ধ বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি ওই কেন্দ্রের পিছনে থাকা পুরসভার থিম্যাটিক পার্ক ও সেলফি জোন।
advertisement
জানা গিয়েছে, ট্রেনে করে ঝাড়গ্রামে আসা পর্যটকেরা স্টেশন থেকে বের হয়েই যাতে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন, সে জন্যই তৈরি করা হয়েছিল ওই তথ্যকেন্দ্র। পাশাপাশি যাতে কোনও ভ্রমন কেন্দ্রে যেতে অসুবিধা না হয়, তার জন্য ভাড়ার গাড়ির সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়ার জন্য ওই কেন্দ্রে থাকতেন পুরসভার অস্থায়ী কর্মীরা। উদ্বোধনের বছর খানেক পরেই বন্ধ হয়ে যায় ওই কেন্দ্রটি। বর্তমানে অসাধুদের আখড়া জমে উঠেছে এই স্থানে।
২০১২ সালে শুরু হলেও কিছুদিনের মধ্যেই তা ফের তালাবন্ধ হয়ে যায়। ২০১৯ সালে তৎকালীন পুর প্রশাসন সেটি আবার চালু করলেও তাকে বাস্তব রূপ দেওয়া যায়নি। ২০১৯ সালের শেষ নাগাদ ওই কেন্দ্রের পেছনে তৈরি হয় থিম্যাটিক পার্ক ও নিজস্বী জোন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সাধারণ মানুষ চায় আবার চালু করা হোক পর্যটন সহায়তা কেন্দ্র, এর ফলে বাড়বে ঝাড়গ্রামের পর্যটনের মান। এই বিষয়টি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে প্রশাসন।
রঞ্জন চন্দ