TRENDING:

Bengali News: রাজ্যের পর্যটন মানচিত্রে গুরুত্ব বাড়লেও বন্ধ ঝাড়গ্রামের পর্যটন তথ্যকেন্দ্র

Last Updated:

ট্রেনে করে ঝাড়গ্রামে আসা পর্যটকেরা স্টেশন থেকে বের হয়েই যাতে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন, সে জন্যই তৈরি করা হয়েছিল ওই তথ্যকেন্দ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র জঙ্গলমহলের ঝাড়গ্রাম। শীতের এই পাতা ঝরা সময়ে কিংবা বসন্তে ভিড় বাড়ে এখানে। প্রতিদিন উন্নতি করছে প্রান্তিক ঝাড়গ্রাম জেলা, উন্নতি হচ্ছে পর্যটন মানচিত্রেও। তবে পর্যটকদের বিভিন্ন ট্যুর ওয়েবসাইট কিংবা অনলাইন মাধ্যমের উপর নির্ভর করতে হয়। এই সমস্যা সমাধানের জন্য প্রায় ১৫ বছর আগে জেলায় শুরু হয়েছিল পর্যটন তথ্য কেন্দ্র। তবে বর্তমানে তা ব্যবহার অযোগ্য। স্বাভাবিকভাবে ঝাড়গ্রামে এসে বেশ সমস্যায় পড়তে হয় পর্যটকদের। সমস্যায় পড়তে হয় বিভিন্ন টুরিস্ট স্পটে ঘুরতে যাওয়ার যাতায়াত সংক্রান্ত বিষয়েও।
advertisement

আরও পড়ুন: বিজেপির প্রধানের পাঠানো তালিকা কেটে অন্যকে নিয়োগ, শুভেন্দুর জেলায় জল প্রকল্পে তালা

পর্যটকদের সহায়তার জন্য বেশ কয়েক বছর আগেই চালু হয়েছিল পর্যটন তথ্যকেন্দ্র। তবে বর্তমানে তা ব্যবহার অযোগ্য। সাজানো গোছানো এই কেন্দ্রে বর্তমানে আসে না কেউই। দীর্ঘদিন ধরেই তালা বন্ধ রয়েছে এটি। একইসঙ্গে বন্ধ বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি ওই কেন্দ্রের পিছনে থাকা পুরসভার থিম্যাটিক পার্ক ও সেলফি জোন।

advertisement

জানা গিয়েছে, ট্রেনে করে ঝাড়গ্রামে আসা পর্যটকেরা স্টেশন থেকে বের হয়েই যাতে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন, সে জন্যই তৈরি করা হয়েছিল ওই তথ্যকেন্দ্র। পাশাপাশি যাতে কোনও ভ্রমন কেন্দ্রে যেতে অসুবিধা না হয়, তার জন্য ভাড়ার গাড়ির সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়ার জন্য ওই কেন্দ্রে থাকতেন পুরসভার অস্থায়ী কর্মীরা। উদ্বোধনের বছর খানেক পরেই বন্ধ হয়ে যায় ওই কেন্দ্রটি। বর্তমানে অসাধুদের আখড়া জমে উঠেছে এই স্থানে।

advertisement

View More

২০১২ সালে শুরু হলেও কিছুদিনের মধ্যেই তা ফের তালাবন্ধ হয়ে যায়। ২০১৯ সালে তৎকালীন পুর প্রশাসন সেটি আবার চালু করলেও তাকে বাস্তব রূপ দেওয়া যায়নি। ২০১৯ সালের শেষ নাগাদ ওই কেন্দ্রের পেছনে তৈরি হয় থিম্যাটিক পার্ক ও নিজস্বী জোন।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সাধারণ মানুষ চায় আবার চালু করা হোক পর্যটন সহায়তা কেন্দ্র, এর ফলে বাড়বে ঝাড়গ্রামের পর্যটনের মান। এই বিষয়টি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: রাজ্যের পর্যটন মানচিত্রে গুরুত্ব বাড়লেও বন্ধ ঝাড়গ্রামের পর্যটন তথ্যকেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল