TMC-BJP Political News: বিজেপির প্রধানের পাঠানো তালিকা কেটে অন্যকে নিয়োগ, শুভেন্দুর জেলায় জল প্রকল্পে তালা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সবই বিরোধীদের দখলে। আলুয়াচক গ্রামে এই জল প্রকল্পের অফিসে কর্মী নিয়োগের ক্ষেত্রে খারুই-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পাঠানো নাম বাতিল করে শাসকদলের কর্মীদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ
পূর্ব মেদিনীপুর: গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে জলের লাইন। পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে এই প্রকল্প রূপায়ণ করা হয়েছে শহিদ মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক গ্রামের হুড়িনান এলাকায়। কেন্দ্রের প্রকল্প হলেও তা রূপায়ণ করছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত। এই প্রকল্পের মাধ্যমে পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তুলে এনে পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প পরিচালনার জন্য পাম্প অপারেটর নিয়োগ করা হয়েছে। এই পাম্প অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগে এবার তালা পড়ে গেল জল প্রকল্পে।
আরও পড়ুন: মাথার উপর বিপদ নিয়েই রোগী দেখছেন ডাক্তার
পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক গ্রামে হুড়িনান পানীয় জল সরবরাহ প্রকল্পে সম্প্রতি পাম অপারেটর হিসেবে তিনজনকে নিয়োগ করা হয়। আর এই নিয়োগকে কেন্দ্র করেই বিক্ষোভ ও অফিসে তালা ঝুলিয়ে দেয় স্থানীয়রা। অভিযোগ, এই এলাকা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সবই বিরোধীদের দখলে। আলুয়াচক গ্রামে এই জল প্রকল্পের অফিসে কর্মী নিয়োগের ক্ষেত্রে খারুই-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পাঠানো নাম বাতিল করে শাসকদলের কর্মীদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। এই ক্ষোভেই আলুয়াচক গ্রামে পিএইচই অফিসে বিক্ষোভ দেখিয়ে তালা ঝোলালেন পঞ্চায়েত প্রধান। এর ফলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা
advertisement
advertisement
অভিযোগকারীদের দাবি, এই গ্রামে ৩ জনকে মোটা টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। তাই এই বেআইনি অপারেটর নিয়োগ বাতিল করতে হবে। এই বিষয়ে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত জানান, শাসক দল অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই নিয়োগ বাতিল করতে হবে। জল প্রকল্পে পাম অপারেটর হিসেবে যোগদানকারী সুনীল দেবাধিকারী জানান, তিনি বৈধভাবেই চাকরি পেয়েছেন। জেলা পরিষদ পাম্প অপারেটরে কাজের জন্য হাতে চাবি তুলে দিয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে পরিশ্রুত জল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীদের একাংশ। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। এই বিষয়ে শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও রথীন চন্দ্র দে জানান, জল প্রকল্পে গন্ডগোলের খবর এসেছে। নিয়োগ সংক্রান্ত বিষয়টি পিএইচই ও জেলা পরিষদের বিষয়। সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করা হবে। কেন্দ্রীয় জল জীবন মিশন প্রকল্পে পাম্প অপারেটর নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে পাম্প হাউসে তালা পড়ায় সমস্যায় পড়েছে সাধারণ এলাকাবাসী।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC-BJP Political News: বিজেপির প্রধানের পাঠানো তালিকা কেটে অন্যকে নিয়োগ, শুভেন্দুর জেলায় জল প্রকল্পে তালা